ঢাকা বৃহস্পতিবার, জানুয়ারী ২, ২০২৫
ঢাকা মহানগর পিপি নিযুক্ত হলেন এহসানুল হক সমাজী
  • নাজমুল হাসান
  • ২০২৪-০৮-২৮ ০০:২৭:৩২

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবুর নিয়োগ বাতিল করেছে সরকার। এদিকে তার স্থলাভিষিক্ত হয়েছেন এহসানুল হক সমাজী।

বুধবার (২৮ আগস্ট) এ বিষয়টি জানা গেছে। 

এর আগে মঙ্গলবার (২৭ আগস্ট) পিপি হিসেবে এহসানুল হক সমাজীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। 

১/১১ এর সরকারের সময়ও পিপি হিসেবে এহসানুল হক সমাজী ঢাকা মহানগর দায়রা জজ আদালতে দায়িত্ব পালন করেছেন।

এদিকে বিদায়ী পিপি আব্দুল্লাহ আবু ২০০৯ সাল থেকে এ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি আওয়ামী লীগ সরকারের তিন আমলেই এ দায়িত্বে ছিলেন।

আদালতে অনেক ভুয়া মামলা হচ্ছে : আসিফ নজরুল
দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস