ঝালকাঠির নলছিটিতে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর রবিবার সকাল ১০:৩০ মিনিটে উপরুজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো নজরুল ইসলামের সভাপতিত্বে এতে উপজেলার সকল সরকারি দপ্তরের প্রধান,রাজনৈতিক দলের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং ছাত্র প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। সভায় তারুণ্যের উৎসবকে অধিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বিবেচনায় এর সফলতায় সর্বোচ্চ চেষ্টা করার বিষয়ে সকলে ঐক্যমত পোষন করেন ।
উৎসব চলাকালীন বিভিন্ন ক্রিড়া প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা সহ বিভিন্ন কর্মশালা আয়োজনের প্রস্তুতি গ্রহনে একাধিক উপকমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।
এসময় বক্তব্য রাখেন সরকারি কর্মকর্তারা সহ নলছিটি প্রেসক্লাব সভাপতি প্রবীন শিক্ষক ও সাংবাদিক এনায়েত করিম, ইসলামি ছাত্র আন্দোলন নেতা মুসা, ছাত্র প্রতিনিধি খালিদ সাইফুল্লাহ প্রমুখ। আগামী ৩০ ডিসেম্বর থেকে ১৯ ফেব্রæয়ারী পর্যন্ত দেশব্যাপী তারুণ্যের উৎসব পালিত হবে।