ঢাকা বৃহস্পতিবার, জানুয়ারী ২, ২০২৫
বিএনপি নেতা সাইফুর রহমান রানাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল
  • কুড়িগ্রাম প্রতিনিধি:
  • ২০২৪-১২-২৯ ০৮:৪০:৪৮

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক কুড়িগ্রাম জেলা বিএনপির সফল সাধারণ সম্পাদক এবং ২৫ কুড়িগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সাইফুর রহমান রানা এর ঢাকা থেকে আগমনে বিএনপি’র সকল অঙ্গ-সংগঠনের হাজারো নেতা-কর্মীরা শনিবার (২৮ডিসেম্বর) দুপুরে মোটরসাইকেল বহর নিয়ে কুড়িগ্রামে গিয়ে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। 

অতঃপর মোটরসাইকেল বহরের মধ্য দিয়েই আনন্দ মিছিলের মাধ্যমে নাগেশ্বরীতে আসেন। পরে নাগেশ্বরী কলেজ মোড় উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে হাজারো নেতা-কর্মীর ঢল নামে। উপজেলা বিএনপি’র আয়োজনে উপজেলা শহরের কলেজ মোড় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কলেজ মোড় উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সেখানে বিএনপি’র অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক কুড়িগ্রাম জেলা বিএনপির সফল সাধারণ সম্পাদক এবং ২৫ কুড়িগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সাইফুর রহমান রানা বলেন, আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিগত দিনগুলোতে আমরা রাজপথে রক্ত দিয়েছি, অনেক নেতাকর্মী জেলে গিয়েছে, অনেক নেতাকর্মী হারিয়েছি, কিন্তু একটা জায়গায় ভালো কাজ করেছি, সেটা হলো বিএনপি নেতাকর্মীরা জ্বলেপুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে।


রাজনীতিতে গুণগত পরিবর্তনের কথা জানিয়ে তিনি আরো বলেন, বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তন হয়েছে। নতুন রাজনীতিতে নতুন প্রজন্মের চিন্তা-চেতনা, তরুণদের চিন্তা-চেতনা আমাদের বুঝতে হবে। তাই সেভাবে রাজনীতি করতে হবে। পাশাপাশি রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে। কুড়িগ্রাম জেলায় বিএনপি’র সকল অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের ধন্যবাদ জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন- নাগেশ্বরী উপজেলা বিএনপির সভাপতি নুরননবী দুলাল, নাগেশ্বরী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক, কচাকাটা থানার বিএনপি নেতা তোলা ব্যাপারী সহ বিএনপি’র অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

টেকনাফে পাহাড় থেকে ১৭ বনকর্মীকে অপহরণ
পলাশে শীতের সবজিতে ভরপুর বাজার, কমেছে দাম
বিএনপি নেতা সাইফুর রহমান রানাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল