ঢাকা মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪
শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
  • শরীয়তপুর প্রতিনিধি:
  • ২০২৪-০৯-০৭ ০৬:৪৫:২৪

শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, শরীয়তপুরের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব সাঈদ আহমেদ আসলাম এর বিরুদ্ধের অতীতের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দলীয় নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সকালে শরীয়তপুর কোর্ট এলাকায় এ বিক্ষোভ মিছিলটি বের হয়। এ সময় বিএনপিসহ সহযোগী ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন। বিক্ষোভ মিছিল থেকে সাঈদ আহমেদ আসলাম সহ বিএনপির অন্য নেতাকর্মীদের নামে করা মামলা প্রত্যাহারের জন্য দাবি জানান নেতাকর্মীরা।

এসময় আলহাজ্ব সাঈদ আহমেদ আসলাম বলেন, দেশ ও জাতির ঐতিহাসিক প্রয়োজনে ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। বিএনপি মানুষের জন্য রাজনীতি করে, দেশের জন্য রাজনীতি করে। ফ্যাসিষ্ট কর্তৃত্ববাদী আওয়ামী সরকারের দুর্নীতি ও দু:শাসনে দেশের মানুষ জর্জরিত ছিল। মানুষের ভোটাধিকার, বাকস্বাধীনতা, মৌলিক অধিকার সহ সবকিছু তারা হরণ করেছিল। রাজনৈতিক দলগুলো তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পারেনি। ১৭ বছর মানুষ শান্তিতে নি:শ্বাস নিতে পারেনি। 

এখন আমরা স্বাধীনভাবে চলতে পারছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা ১৭ বছর জনগণের অধিকার আদায়ে রাজপথে শান্তিপূর্ন লড়াই করেছি। বিএনপি বাংলাদেশের মানুষের সবচেয়ে জনপ্রিয় দল হিসেবে জনগণ আমাদের সঙ্গে ছিল। ছাত্র-জনতার গণ আন্দোলনের মাধ্যমে হাসিনা সরকার ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে নিরপেক্ষ সরকারের অধীনে জনগণের প্রত্যক্ষ ভোটে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা।

 পটুয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
 ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার  ছাত্র-জনতার  সরকার
শেখ হাসিনা সাইকোপ্যাথ প্রধানমন্ত্রী ছিলেন: মামুনুল হক