ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
বর্তমান সরকারের আমলে মৎস্য খাত অনেক সমৃদ্ধ হয়েছে-এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত
  • সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • ২০২২-০৯-০৭ ১০:৪৮:৪৪
সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে বাংলাদেশের মৎস্য খাত সমৃদ্ধশালী হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতার আদর্শে সুন্দরভাবে দেশ পরিচালনা করছেন। যার ফলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। আমিষের চাহিাদা মেটাতে মাছের বিকল্প নেই। বর্তমান সরকারের আমলে মৎস্য খাত অনেক সমৃদ্ধ হয়েছে। তাই আমাদের মাছ চাষ বৃদ্ধি করতে হবে। বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের অভ্যন্তরীণ জলাভূমি/বর্ষাপ্লাবিত ধানক্ষেত/প্লাবনভূমি/প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্ত করণে শেষে এ কথা বলেন তিনি । তিনি আরও বলেন, বিশেষ করে পুকুর ও জলাশয়গুলোতে বর্ষকালে মাছ চাষের উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়। এটা আমাদের কাজে লাগাতে হবে। এছাড়াও বর্তমান সরকারের নানামুখী পদক্ষেপ গ্রহণের ফলে বাংলাদেশ আজ বিশ্বের ৪র্থতম মাছ উৎপাদনকারী দেশে উন্নতি হয়েছে। বাংলাদেশ অচিরেই মাছ রফতানিকারক দেশের তালিকায় নাম লেখাতে পারবে এবং মাছে-ভাতে বাঙ্গালীর হারানো ঐতিহ্য ফিরে পাবে। এসময় ইউএনও মাশুকাতে রাব্বি,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফারুক, প্রেসক্লাবে সভাপতি হেলাল আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনূর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ কামাল হোসাইন, সহকারী মৎস্য কর্মকর্তামোঃ আমজাদ হোসেন প্রমূখ।
দিনাজপুরে নিরাপদ বিষমুক্ত বারোবাসি ড্রাগন ফল পাওয়ার  দৃষ্টান্ত স্থাপন করেছেন রতন কুমার
ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে খিরার আবাদ
চিরিরবন্দরে গীষ্মকালিন পেঁয়াজের বাম্পার ফলন, দাম পেয়ে খুশি কৃষকরা
সর্বশেষ সংবাদ