ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের বিক্ষোভ
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২২-০৯-০৭ ০৭:০৪:৫৫
রাজশাহীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয় এ কর্মসূচির আয়োজন করে। এ সময় দায়ীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি করা হয়। বেলা ১২টার দিকে বিক্ষোভ মিছিলটি প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে কুমারশীল মোড়ে গিয়ে আবার ফিরে আসে। পরে প্রেসক্লাবের সামনে ইউনিয়ন সভাপতি দীপক চৌধুরীর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন। সাধারন সম্পাদক মো. মনির হোসেনের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. আরজু, সাবেক সভাপতি খ আ ম রশিদুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল-আমীন শাহীন, ইউনিয়নের সহ-সভাপতি বিশ্বজিৎ পাল বাবু, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি মাসুকুর রহমান হৃদয়, এটিএন নিউজের চিত্র সাংবাদিক সুমন রায়। এ সময় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক আ ফ ম কাউছার এমরান, সাংবাদিক এমদাদুল হক, আশিকুল ইসলাম, সৈয়দ মো. আকরাম সাংবাদিক, মজিবুর রহমান খান,ফরহাদুল ইসলাম পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।
নীলফামারীতে ৪৫তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত
দিনাজপুরে পিকআপসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ জন সদস্য গ্রেফতার
অর্ধ কোটি টাকা লোপাটের পর এবার ইউসিসি’র পকেট কমিটি গঠন!
সর্বশেষ সংবাদ