ঢাকা রবিবার, মে ১৯, ২০২৪
মানষিক প্রতিবন্ধি সাহানাজ পারভীন নিজ বাড়িতে ফিরতে চায়
  • মামুনুর রশিদ, পার্বতীপুর(দিনাজপুর)
  • ২০২২-০৮-৩০ ০৪:৪২:৫৫
নারায়নগঞ্জের ফতুল্লা এলাকা থেকে আসা এই মানষিক প্রতিবন্ধি মহিলাটি স্মৃতি হারিয়ে গত কয়েক মাস যাবত পার্বতীপুর উপজেলার জুরাই মাদ্রাসা এলাকায় বিচরন করছে। সারাদিন বিভিন্ন লোকের নিকট থেকে ভিক্ষা/খাদ্য গ্রহন করে কোন রকমে জীবন কাটছে তার। রাতে মানুষের বাসা বাড়ি ও স্কুল, মাদ্রাসার বারান্দায় অতিকষ্টে রাত কাটাচ্ছেন। গত কয়েকদিন হলো মহিলাটির স্মরন শক্তি ফিরে আসলে তিনি বলেন তার বাড়ি নারায়নগঞ্জের ফতুল্লা থানার মোল্লা গার্মেন্টস এর পাশে। তার স্বামীর নাম বাচ্চু মুন্সি। মেয়ের নাম আসমা। জামাইয়ের নাম সাবুল। মেয়ের দুই সন্তানের নাম সাকিবুল হাসান রাকিব ও আদনান জনি। মহিলাটি এলাকার লোকদের বাসা বাড়িতে গিয়ে আকুতি জানাচ্ছেন তাকে যেন তার নিজ বাড়িতে পৌছে দেয়া হয়। কিন্তু কে নিবে এই দায়িত্ব? এলাকার সাবেক ইউপি মেম্বার আনোয়ার হোসেন মহিলাটির কষ্ট দেখে তার বাড়িতে ভাত খাওয়ান। মাঝে মধ্যে বাড়িতে আশ্রয়ও দিয়ে থাকেন। কিন্তু এভাবে আর কতদিন চলবে। মহিলাটি মাঝে মধ্যে বাড়িতে যাওয়ার জন্য উগ্র মেজাজী হয়ে পড়ে। এ প্রতিনিধি আজ মঙ্গলবার ব্যক্তিগত কাজ শেষে বাড়ি ফেরার পথে দন্ডপানি এলাকার একটি স্কুলের সামনে দেখতে পায় এই মহিলাটিকে। এলাকার লোকজন তাকে আনোয়ার মেম্বারের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছে। মোটর সাইকেল থামিয়ে জানতে চাওয়া হলে সাবেক ইউপি মেম্বার আনোয়ার হোসেনসহ প্রত্যক্ষদর্শীরা ঘটনার বর্ননা দেন। মহিলাটি পর্দানসীন হওয়ায় কোনক্রমেই তার ছবি তোলা সম্ভব হচ্ছিলনা। বিভিন্ন কৌশলে একটি ছবি তোলা হয়। মহিলাটি এ প্রতিনিধিকেও বলেন, তাকে যেন তার নিজ বাড়িতে পাঠানোর ব্যবস্থ করা হয়। নইলে তিনি ঢিল মেরে এলাকার লোকদের মাথা ফাটিয়ে ফেলবেন বলেও চিৎকার করেন। এ বিষয়ে এলাকার লোকজন আতঙ্ক ও উৎকন্ঠার মধ্যে রয়েছেন।
সুন্দরবনের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব মূল্যায়ন করবে আরণ্যক ফাউন্ডেশন ও খুলনা বিশ্ববিদ্যালয়
ফিলিস্তিনি নারী ও শিশু হত্যা বন্ধের দাবিতে দিনাজপুরে শিশু শিক্ষার্থীদের মানববন্ধন ও স্বারকলিপি প্রদা
সর্বশেষ সংবাদ