দিনাজপুরে পরিত্যক্ত একটি কক্ষ থেকে বিদ্যুতের তার পেছানো এক যুবকের লাশ উদ্ধার
- সুলতান মাহমুদ, দিনাজপুর
-
২০২২-০৮-২১ ১০:২৪:২৮
- Print
দিনাজপুর সদরের রাজারামপুরে পরিত্যক্ত একটি কক্ষ থেকে বিদ্যুতের তার পেছানো মোঃ ইসরাফিল (২৮) নামে এক যুবককের দুর্গন্ধযুক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার সকাল ১১ টার দিকে দিনাজপুর সদরের শেখপুরা ইউনিয়নের রাজারামপুর গ্রামের দেওয়ানপাড়া সোনা রশিদুল পুকুর পাড়ের একটি পরিত্যক্ত কক্ষ থেকে দুর্গন্ধযুক্ত এই লাশটি উদ্ধার করা হয়।
নিহত ইসরাফিল দিনাজপুর সদরের রাজারামপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি তানভীর আহমেদ সংবাদটি নিশ্চিত করে বলেন ট্রিপল নাইনের সংবাদের ভিত্তিতে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ সদরের শেখপুরা ইউনিয়নের সোনার রশিদুল মাছের খামার পাহারা দেওয়ার একটি পরিত্যক্ত কক্ষ থেকে বিদ্যুতের তার পেছানো দুর্গন্ধযুক্ত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি আরোও বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই পরিত্যক্ত ঘরের টিনের ছাউনি ভেদ করে এই পরিত্যক্ত রুমে প্রবেশ করে এবং বিদ্যুতের তারের সাথে সংস্পর্শে বিদ্যুৎ স্পষ্ট হয়ে ঘটনা স্থলেই মৃত্যুবরণ করে
এরপরও যেহেতু বিষয়টি সেন্সিটিভ পুলিশের সিআইডি বিভাগ ও পিবিআই তদন্ত শুরু করেছে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।
নিহতের মা অমিজান বেগম বলেন, গত ১৯ ই আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় ইসরাফিল বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর আর ফিরে আসেনি। আজকে স্থানীয় লোকজনের কাছে জানতে পেরে ওই পরিত্যক্ত ঘরের জানালা দিয়ে দেখতে পাই যে লাশটি ওই পরিত্যক্ত ঘরে পড়ে আছে সেটি ইসরাফিলের লাশ।
তিনি আরো বলেন ইসরাফিল এর আগে কয়েকবার পুলিশের মামলায় জেল খেটেছে। বেশ কয়েকটি মাদক মামলা চলমান আছে বলেও তিনি জানিয়েছেন।