ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
দিনাজপুরে ইউনিয়ন চেয়ারম্যানকে হেয় প্রতিপন্ন করার অভিযোগ
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২২-০৮-১৯ ১০:৫৬:০৫
দিনাজপুরে কয়েকজন সাবেক ও বর্তমান ইউপি সংরক্ষিত মহিলা সদস্যের নাম ও তাদের পরিবারের সদস্যদের খাদ্যবন্ধব ১০ টাকা কেজি চালের কার্ড পরিবর্তন করায় একই ইউনিয়ন চেয়ারম্যানকে হেয় প্রতিপন্ন ও লাঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে । দিনাজপুর সদরের আস্করপুর ইউনিয়ন পরিষদের খাদ্যবান্ধব কর্মসুচির আওতায় ১ হাজার ৭ শত ৫৪ জন হত দরিদ্র পরিবারের মাঝে এই ১০ টাকা কেজি দরে চাল বছরের ৫ মাস ৩০ কেজি করে চাল প্রদানের কর্মসুচি চালু আছে । সেই কর্মসুচিতে আস্করপুর ইউনিয়নের তালিকায় সেই কর্মসূচিতে অত্র ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য জাকিয়া সুলতানা চন্দন এই ১০ টাকা কেজি চালের নাম ও অন্তর্ভুক্ত সহ সাবেক আরোও বেশ কয়েকজন ইউপি সদস্যদের নাম অন্তর্ভুক্ত ও তাদের পরিবারের সদস্যদের নামের অন্তর্ভুক্ত রয়েছে । বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী যে সকল পরিবারের সদস্যরা সরকারি যেকোনো একটি সুবিধা অর্থাৎ ভিজিডি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ও স্বামী পরিত্যক্ত ভাতা, ভিজিএফ সহ যে কোন একটি ভাতা ইউনিয়ন পরিষদ থেকে গ্রহণ করে থাকেন তারা এই কর্মসূচির আওতায় আসবেন না । এ বিষয়গুলি পর্যালোচনা করে বর্তমান পরিষদ বেশ কিছু খাদ্যবন্ধব কর্মসূচির নাম পরিবর্তন করে প্রকৃত হতদরিদ্র মানুষের নাম অন্তভুক্ত করেছেন। ইউনিয়ন পরিষদের সদস্য জিয়াউর রহমান জিয়া বলেন, আমার নির্বাচনী ওয়ার্ডে বেশ কার্ডের নাম পরিবর্তন করা হয়েছে । যারা এক সময় এই কার্ড এর মাধ্যমে দশ টাকা কেজি চাল পেয়েছিলেন । তাদের মধ্যে অনেকেই স্বাবলম্বী হয়েছেন । পাকা ছাদ পিটিয়ে বাড়ী তৈরি করেছেন এবং সরকারের অন্যান্য সুবিধা ভোগ করে থাকেন । এই ধরনের কিছু লোকের কার্ডের নাম পরিবর্তন করে যারা ওই ওয়ার্ডেও প্রকৃত হতো দরিদ্র মানুষ তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। ইউপি সদস্য আব্দুর রশিদ বলেন তার ওয়ার্ডের বেশ কিছু কার্ডের নাম পরিবর্তন করা হয়েছে। যারা স্বাবলম্বী বা একসময় হতদরিদ্র ছিলেন এখন তাদের ভাগ্য পরিবর্তন হয়েছে । এক সময় গ্রামে থাকতেন এখন চাকরির জন্য রাজধানী সহ অন্যন্যা জায়গায় বসবাস করছেন তাদের নাম পরিবর্তন করে হত দরিদ্র অসহায় ব্যাক্তির নাম অন্তভুক্ত করা হয়েছে । কার্ড পুনরায় অন্তভুক্তির ক্ষেত্রে অনিয়ম বা স্বজন প্রীতির কোন সুযোগ নেই। ইউপি সদস্য মোহাম্মদ মহসিন বলেন, আমার ওয়ার্ডের এর আগের যিনি ইউপি সদস্য ছিলেন তিনি এবং তার পরিবারের বেশ কয়েকটি কার্ড এই কর্মসূচির কার্ড নিয়েছিলেন । যেহেতু সে স্বাবলম্বী তাই তাদের কয়েকটি কার্ডের নাম পরিবর্তন করে তার পার্শ্ববর্তী গ্রামের যারা প্রকৃত হতদরিদ্র বা যারা এই কার্ড পেলে উপকৃত হবে এই ধরনের ব্যক্তি কে দেয়া হয়েছে। সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রোমানা বলেন , আমার নির্বাচনী ওয়ার্ডের কিছু কার্ড পরিবর্তন করা হয়েছে যারা স্বাবলম্বী । আমাদের ইউনিয়নের যুব আওয়ামী লীগের নেত্রী এবং বর্তমান মহিলা সংরক্ষিত ওয়ার্ডের সদস্যা জাকিয়া সুলতানা চন্দন তিনিও এই কার্ড নিয়েছেন এবং তার দলীয় প্রভাব খাটিয়ে কিছু কার্ড নিয়েছেন । সংরক্ষিত মহিলা সদস্য জাকিয়া সুলতানা চন্দন বলেন আমি কার্ড নিয়েছি । আমি তো এই চাল কিনে নেই তাই আমি এই কার্ড নিতেই পারি। তিনি আরো বলেন আমি রাজনীতি করি তাই কার্ডগুলো আমি বিভিন্ন প্রতিষ্ঠানে বিলি করতে হয় । নতুন কার্ড প্রাপ্ত মনসুর আলী বলেন, আমার পরিবারের এক ছেলে এক মেয়ে ও স্ত্রী রয়েছে । আমি অটো রিক্সা ভাড়া খাটিয়ে জীবন যাপন করি । বাড়ীর ভিটা ছাড়া কিছুই নেই । আমি খাদ্যবান্ধব কর্মসূচীরা আওতায় দশটার কেজি চালের একটি কার্ড পেয়েছি । এই কার্ড পেয়ে হয়তোবা আমার একটু উপকৃত হবে । ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, আমি চতুর্থ বারের মতো ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছি। ১৯৯৭ সালে প্রাক্তন প্রেসিডেন্ট জিল্লুর রহমানের হাত থেকে আমি স্বর্ণপদক প্রাপ্ত ইউপি চেয়ারম্যান। বিগত চেয়ারম্যান তার কিছু লোকদেরকে দিয়ে এই খাদ্য বান্ধব কর্মসূচির কার্ড বিতারনে অনিয়ম ও দূর্নীতি করে গেছে । বর্তমান পরিষদ এবং সরকারি নির্দেশনা অনুযায়ী যারা প্রকৃত হতদরিদ্র মানুষ বা সরকারের অন্যান্য সুযোগ-সুবিধা পাচ্ছেন না তাদেরকে এই কর্মসূচির আওতায় আনা হচ্ছে । আর্থিকভাবে যারা স্বাবলম্বী বা আগের জনপ্রতিনিধিরা ভুয়া কিছু নামের তালিকা তৈরি করে যা নিজেরা ঐ কার্ডের সুবিধা ভোগ করেছে । যারা প্রকৃত হতদরিদ্র মানুষ তাদেরকে আমরা এই কার্ডগুলো প্রদান করেছি। কিছু মানুষ রাজনৈতিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য ষড়যন্ত্র করছে । তিনি আরোও বলেন , ইউপি সদস্যরা যেহেতু সরাসরি তারা হতদরিদ্র মানুষের সাথে চলাফেরা করেন তাই আমিও শতভাগ নিশ্চিত আমার ইউপি সদস্যরা স্বচ্ছতার ভিত্তিতে খাদ্যবান্ধব কর্মসুচির নতুন ভাবে পরিবর্তনের কাজটি স্বচ্ছতার ভিত্তিতে করছে।
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর  অভিযানে ৩৪ টি নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেফতার-০১
কুমিল্লায় প্রতিবন্ধী হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড
দিনাজপুরে শিশু মিরাজ কাজী হত্যা মামলায় দাদা মমতাজকে যাবজ্জীবন কারাদন্ড
সর্বশেষ সংবাদ