ঢাকা রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪
দিনাজপুর বিরলে মাথায় গুরুতর জখম ও হাত-পা বাঁধা অবস্থায় যুবকের লাশ উদ্ধার
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২২-০৬-০৬ ০৮:৩০:২৮
দিনাজপুর বিরলে কাঞ্চন স্টেশন সংলগ্ন এক পুকুর থেকে মাথায় গুরুতর জখম এর আঘাতসহ হাত পা বাধা অবস্থায় শুভ কুমার শীল 24 নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত সন্দেহজনক ভাবে জড়িত তপু কুমার শীল নামে একজনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার সকাল দশটার দিকে বিরলের বিজরা ইউনিয়নের উত্তর বহুলা মোল্লাপাড়ার মুদি দোকানদার আব্দুল কুদ্দুস এর দোকান সংলগ্ন পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শুভ কুমার শীল বিরলের তেগড়া মহেশপুর গ্রামের সন্তোষ কুমার শীল এর ছেলে। নিহত শুভ কুমার শীল বিরল কাঞ্চন মোড়ে (নরসুন্দর) সেলুনের দোকান করত। নিহতের বড় ভাই লিটন কুমার শীল জানায় গতকাল রবিবার বিকালে শুভ কুমার শীল তার দুজন বন্ধুর সাথে নিয়ে বিড়ালের উপজেলার ভাবির মোড়ে মোটরসাইকেল যোগে ভাত খাওয়ার জন্য যায়। এরপর কয়েকবার ভাই শুভর সাথে মোবাইল ফোনে কথোপকথন হয়। শেষবার কথা হয় রাত নয়টার দিকে এরপর থেকেই তার ফোনের সুইচ অফ করা হয়। রাত দশটা পর্যন্ত ভাইয়ের জন্য বাড়ির পাশে ব্রিজের সামনে অপেক্ষা করতে থাকে। কিন্তু আমার বাড়িতে আর আসে নাই। সকালবেলায় স্থানীয় এক চাচাতো ভাইয়ের কাছে জানতে পারি উত্তর বহলা মোল্লাপাড়ার মুদি দোকানদার আব্দুল কুদ্দুসের পুকুর ধারে এক যুবকের লাশ পড়ে আছে। সেখানে গিয়ে রক্তমাখা হাত পা অবস্থায় পড়ে থাকা আমার ভাইয়ের লাশ শনাক্ত করি। পরবর্তীতে বিরল থানা পুলিশ লাশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। লিটন কুমার আরো বলেন আমার এই সহজ-সরল ভাইকে যারা খুন করেছে আমার মায়ের বুক যারা খালি করেছে। আমাকে যারা ভাইহারা করেছে তাদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। বিরল থানার অফিসার ইনচার্জ ফখরুল ইসলাম নামে এক যুবকের রক্তমাখা ও হাত-পা বাঁধা লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন তাঁর মাথায় এবং শরীরের কয়েকটি জখমের চিহ্ন রয়েছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে তপু কুমার শীল নামে এক যুবককে আটক করার সংবাদ নিশ্চিত করেছেন। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও তিনি নিশ্চিত করেছেন।
হত্যা মামলায় সাবেক আইজিপি মামুন ও শহীদুল রিমান্ডে
ঢাকা মহানগর পিপি নিযুক্ত হলেন এহসানুল হক সমাজী
চার হাজার আনসারের বিরুদ্ধে মামলা
সর্বশেষ সংবাদ