ঢাকা রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
কাশিনাথপুরে সন্ত্রাসী সুমনের শাস্তি দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
  • পাবনা প্রতিনিধিঃ
  • ২০২২-০৬-০৩ ১০:১৮:৫২
পাবনা জেলার আমিনপুর থানাধীন কাশিনাথপুর ফুলবাগানে স্থানীয় সন্ত্রাসী সুমনের শাস্তি দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ০৩ রা 'জুন (শুক্রবার) বিকালে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে টাংবাড়ী, মরিচপুরান ও মাষ্টিয়া গ্রামের প্রায় ২ শতাধিক মানুষ অংশ গ্রহন করেন। স্থানীয় সময় বিকাল ৩ঃ৩০ মিনিটে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে। মানববন্ধনে বক্তারা খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজ,, মাদক ব্যবসায়ী, অপহরণকারী ও নারী নির্যাতনকারী সুমনের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানানোর পাশাপাশি তার আশ্রয় দাতাকে দ্রুততম সময়ে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় সুমনের অত্যাচারের শিকার সাধারণ মানুষের হাহাকারে ভারি হয় কাশিনাথপুরের পরিবেশ। তারা কান্না বিজরিত কন্ঠে আইন শৃঙ্খলা বাহিনীর নিকট সন্ত্রাসী সুমনের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান।
দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ