কাশিনাথপুরে সন্ত্রাসী সুমনের শাস্তি দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

পাবনা প্রতিনিধিঃ || ২০২২-০৬-০৩ ১০:১৮:৫২

image
পাবনা জেলার আমিনপুর থানাধীন কাশিনাথপুর ফুলবাগানে স্থানীয় সন্ত্রাসী সুমনের শাস্তি দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ০৩ রা 'জুন (শুক্রবার) বিকালে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে টাংবাড়ী, মরিচপুরান ও মাষ্টিয়া গ্রামের প্রায় ২ শতাধিক মানুষ অংশ গ্রহন করেন। স্থানীয় সময় বিকাল ৩ঃ৩০ মিনিটে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে। মানববন্ধনে বক্তারা খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজ,, মাদক ব্যবসায়ী, অপহরণকারী ও নারী নির্যাতনকারী সুমনের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানানোর পাশাপাশি তার আশ্রয় দাতাকে দ্রুততম সময়ে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় সুমনের অত্যাচারের শিকার সাধারণ মানুষের হাহাকারে ভারি হয় কাশিনাথপুরের পরিবেশ। তারা কান্না বিজরিত কন্ঠে আইন শৃঙ্খলা বাহিনীর নিকট সন্ত্রাসী সুমনের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com