ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
রূপগঞ্জে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট
  • রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
  • ২০২২-০৪-০৮ ১১:৫৮:৫৫
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুটি বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল রশি দিয়ে হাত পা বেঁধে ও পিস্তল ঠেকিয়ে বসত ঘরে থাকা নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে। শুক্রবার ভোর তিনটার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ট্যাংরারটেক কালি এলাকায় ঘটে এ ডাকাতির ঘটনা। বাড়ির মালিক বিল্লাল পাটোয়ারীর ছেলে সুমন মিয়া জানান, তাদের ট্যাংরারটেক কালী এলাকায় অবস্থিত নিজ বাড়িতে ভোর তিনটার দিকে চারটি মোটর সাইকেলে করে সাত-আটজনের একদল মুখোশধারী ডাকাত প্রবেশ করে। ডাকাত দল বারান্দার গ্রিল কেটে ঘরে ঢুকে তাকেসহ বাবা বিল্লাল পাটোয়ারী মা সুফিয়া বেগম ভাই মামুন ও এক বোনকে মাথায় পিস্তল ঠেকিয়ে হাত-পা রশি দিয়ে বেঁধে ফেলে। পরে ঘরের ভেতরে থাকা আলমারি ভেঙ্গে ফেলে ডাকাতদল। আলমারিতে থাকা দেড় ভরি স্বর্ণালঙ্কার ও নগদ এক টাকা লুটে নেয়। এরপর পাশের ভাড়াটিয়া নিলুফা বেগম এর ঘরে একই কায়দায় প্রবেশ করে তাদেরকেও অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর নিলুফা বেগমের ঘরে থাকা দুই ভরি স্বর্ণালংকারসহ মালপত্র লুটে নিয়ে ডাকাতদল পালিয়ে যায়। সুমন মিয়া আরো জানান, তাদের গ্রামটি এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের পাশে। এ সড়ক যোগে ডাকাতরা তাদের গ্রামে ঢুকে এ ডাকাতির ঘটনা ঘটিয়েছে। নিয়মিত ভুলতা পুলিশ ফাঁড়ির নিয়মিত পুলিশ টহল ব্যবস্থা না থাকায় একের পর এক অপরাধ প্রবণতা বাড়ছে বলেও অভিযোগ করেছেন এলাকাবাসী। এ ব্যাপারে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মাহবুবুর রহমানের সঙ্গে তার মোবাইল ফোনে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি।
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর  অভিযানে ৩৪ টি নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেফতার-০১
কুমিল্লায় প্রতিবন্ধী হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড
দিনাজপুরে শিশু মিরাজ কাজী হত্যা মামলায় দাদা মমতাজকে যাবজ্জীবন কারাদন্ড
সর্বশেষ সংবাদ