ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
নাইক্ষ্যংছড়ি ঘুমধুমের তুমব্রু এলাকায় র‌্যাবের অভিযানে অস্ত্র উদ্ধার, আটক- ৪
  • বান্দরবান প্রতিনিধিঃ
  • ২০২২-০১-০৭ ০৩:৫৮:১৪
বান্দরবানে নাইক্ষ্যংছড়িতে র‌্যাব- ১৫ এর অভিযানে অস্ত্রসহ ৪ জনকে আটক করা হয়েছে। গত শুক্রবার ভোর রাতে নাইক্ষ্যংছড়ির উপজেলার ঘুমধুমের তুমব্রুর গহীন অরণ্যে সন্ত্রাসীদের অবস্থানের কথা জানতে পেরে অভিযান চালায় র‌্যাব- ১৫ এর একটি দল। এ সময় জ্বালানী কাঠের বোঝার মধ্যে লুকিয়ে রাখা অবস্থায় দুইটি বিদেশি পিস্তল ও ৬টি দেশিয় তৈরি অস্ত্রসহ বেশকিছু গোলাবারুদ উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, ঘটনার সাথে জড়িত চক্রের সক্রিয় সদস্য ১) মোহাম্মদ নূর (৩২), ২। নাজিমুল্লাহ (৩৪), ৩। মো: আমান উল্লাহ (২৩), ৪। মো: খাইরুল আমিন (১৯)। তারা সবাই কক্সবাজার উখিয়া কুতুপালং ক্যাম্প এর বাসিন্দা বলে জানা যায়। কক্সবাজার র‌্যাব- ১৫ এর উপ-অধিনায়ক তানভীর হাসান ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রুর গহীন অরণ্যে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ৪ জনকে আটক করা হয়েছে। এ সময় মাটিতে পুতে রাখা দুইটি বিদেশি পিস্তল ও ৬টি দেশিয় তৈরি অস্ত্রসহ বেশকিছু গোলাবারুদ উদ্ধার করা হয়। পরবর্তী তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান।
সিরাজগঞ্জে নগদ টাকা সহ ইউপি চেয়ারম্যান আটক
নাগেশ্বরীতে টিসিবির ৭বস্তা ডাল আটক; ৫০বস্তা চাল চিনি ডাল সিলগালা
লক্ষ্মীপুর মেঘনায় অবৈধ জালে মাছ শিকার, ২১ জেলে আটক
সর্বশেষ সংবাদ