নাইক্ষ্যংছড়ি ঘুমধুমের তুমব্রু এলাকায় র্যাবের অভিযানে অস্ত্র উদ্ধার, আটক- ৪
বান্দরবান প্রতিনিধিঃ ||
২০২২-০১-০৭ ০৩:৫৮:১৪
বান্দরবানে নাইক্ষ্যংছড়িতে র্যাব- ১৫ এর অভিযানে অস্ত্রসহ ৪ জনকে আটক করা হয়েছে। গত শুক্রবার ভোর রাতে নাইক্ষ্যংছড়ির উপজেলার ঘুমধুমের তুমব্রুর গহীন অরণ্যে সন্ত্রাসীদের অবস্থানের কথা জানতে পেরে অভিযান চালায় র্যাব- ১৫ এর একটি দল। এ সময় জ্বালানী কাঠের বোঝার মধ্যে লুকিয়ে রাখা অবস্থায় দুইটি বিদেশি পিস্তল ও ৬টি দেশিয় তৈরি অস্ত্রসহ বেশকিছু গোলাবারুদ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, ঘটনার সাথে জড়িত চক্রের সক্রিয় সদস্য ১) মোহাম্মদ নূর (৩২), ২। নাজিমুল্লাহ (৩৪), ৩। মো: আমান উল্লাহ (২৩), ৪। মো: খাইরুল আমিন (১৯)। তারা সবাই কক্সবাজার উখিয়া কুতুপালং ক্যাম্প এর বাসিন্দা বলে জানা যায়।
কক্সবাজার র্যাব- ১৫ এর উপ-অধিনায়ক তানভীর হাসান ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রুর গহীন অরণ্যে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ৪ জনকে আটক করা হয়েছে। এ সময় মাটিতে পুতে রাখা দুইটি বিদেশি পিস্তল ও ৬টি দেশিয় তৈরি অস্ত্রসহ বেশকিছু গোলাবারুদ উদ্ধার করা হয়। পরবর্তী তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357