ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
কক্সবাজার কটেজ জোনে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ম্যানেজার আহত
  • কক্সবাজার প্রতিনিধি:
  • ২০২১-১১-২৭ ০৬:৪০:২৪

পর্যটন নগরী কক্সবাজারে দিন দিন বেড়েই চলেছে ছুরিকাঘাতের ঘটনা। এর প্রধান টার্গেটে পরিণত হচ্ছেন বাইরে থেকে বেড়াতে আসা পর্যটকরা। ২৬ নভেম্বর ভোরে এই ধরনের আরো একটি ঘটনা ঘটলো শহরের কলাতলীর কটেজ জোনে। 

এতে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন হিল নামক একটি কটেজের ম্যানেজার ছালামতুল্ল্হা। তিনি মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা এলাকার মৃত আলী হোসেনের পুত্র। ছুরিকাঘাতে তার চোখ, হাত, পা, পিঠসহ প্রায় পুরো শরীরে মারাত্মক জখমের সৃষ্টি হয়েছে। 

এই প্রতিবেদককে ছালামতুল্ল্হা বলেন, ভোরে একজন পর্যটক তার কটেজে রুম ভাড়া নিতে আসেন। তাকে অনুসরণ করে পিছু পিছু আসে ছুরি বহনকারী চার থেকে পাঁচজনের একটি দল। কিছু বুঝে উঠার আগেই পর্যটককে মারধর করতে থাকে তারা। আমি বাধা দিলে আমাকে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। 
এদিকে, এই ঘটনার পরপরই র‌্যাব-১৫ সদস্যরা হামলাকারীদের সন্ধানে মাঠে নামেন। কিশোর গ্যাং এর ৮ জন সদস্যকে কলাতলীর সুগন্ধা পয়েন্ট থেকে আটকও করেন তারা। আটককালে তাদের কাছ থেকে ৫টি ধারালো ছুরি ও ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

নাগেশ্বরীতে টিসিবির ৭বস্তা ডাল আটক; ৫০বস্তা চাল চিনি ডাল সিলগালা
লক্ষ্মীপুর মেঘনায় অবৈধ জালে মাছ শিকার, ২১ জেলে আটক
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর অভিযানে ১০ গ্রাম হেরোইন ও ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-০৩
সর্বশেষ সংবাদ