ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
ক্লিন ফিড চালু থাকলে দেশীয় টেলিভিশন লাভবান হবে
  • পাবনা প্রতিনিধিঃ
  • ২০২১-১১-০৭ ০৬:৫৬:৫২

বেসরকারী টেলিভিশিন মালিকদের সংগঠন অ্যাটকোর সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক  বীরমুক্তেিযাদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু বলেছেন, ক্লিন ফিড চালু থাকলে দেশীয় টেলিভিশন লাভবান হবে। ফলে দেশে টেলিভিশন সম্প্রচারে ক্লিন ফিড বাস্তবায়তি হওয়ায় লাভবান হবে দেশের বেসরকারী টেলিভিশন শিল্প। তারা এবং সরকার উভয়েই পিবুল পরিমান রাজস্ব পাবে। টানা দ্বিতীয়বারের মত বেসরকারী টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর সভাপতি পুন:নির্বাচিত হওয়ায় গতকাল রোববার দুপুরে শহরের আরমান সেন্টারে পাবনায় র্কমরত সাংবাদিকদের পক্ষ দেয়া এক সংর্বধনা অনুষ্ঠানে এ কথা বলনে।

অঞ্জন চৌধুরী আরো বলেন, টেলিভিশন খাতকে এগিয়ে নিতে সেটটপ বক্স প্রদান ও দেশীয় চ্যানেলগুলোকে পে চ্যানেলে রূপান্তর সম্ভব হলে, টেলিভিশন শিল্পের গুণগত পরিবর্তন আসবে। এতে প্রতিষ্ঠানগুলোতে কর্মরতদের চাকুরীর নিরপত্তাসহ অর্থনৈতিক ভাবে সাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি হবে। পরে আনুষ্ঠানিকভাবে তাঁকে ফুল ও ক্রেষ্ট দিয়ে সংর্বধতি করা হয়। 

এ সময় আরও বক্তব্য রাখেন পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খানসহ বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।

বঙ্গবন্ধু জন্মেছিল বলেই জন্মেছে এ দেশ -হুইপ ইকবালুর রহিম এমপি
অপ্রতিরোধ্য বাজার সিন্ডিকেট: মজুতের শাস্তি আটকে আছে বিধিতে
ডাইফ সেবা সপ্তাহ শুরু আজ
সর্বশেষ সংবাদ