ঢাকা রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
বিট পুলিশের আলোচনা সভা
  • মাধবদী (নরসিংদী) প্রতিনিধিঃ
  • ২০২১-০৮-২৯ ১১:০০:২৮
মাধবদী মহিষাশুরা ইউনিয়নে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্য বিবাহ, সাইবার ক্রাইমমুক্ত সমাজ গড়ার লক্ষ্য জনসচেতনতা এবং গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামীদের পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগস্ট বিকাল ৪টায় ইউনিয়নের ৫নং বিট পুলিশের আয়োজনে এসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নরসিংদী জেলা পুলিশ সুপার মোঃ আশরাফুল আজীম পিপিএম। স্বাগত বক্তব্য রাখেন মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ সৈয়দুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এনামুল হক সাগর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিষাশুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ মোঃ এনামুল হক শাহিন, মহিষাশুরা ইউনিয়ন বিট পুলিশের সভাপতি আহমদ আলী, স্থানীয় বাসিন্দা আব্দুল গফুর প্রমূখ। উল্লেখ্য মহিষাশুরা ইউনিয়নের ২৬টি আসামীর পরিবার উপস্থিত ছিলেন। পুলিশের পক্ষ থেকে পরিবারের লোকজনকে বলা হয় আপনারা আসামীদের উপস্থিত করে আইনের কাছে তুলে দেন। আমরা আপনাদের জন্য সর্বাত্বক সহযোগিতা করব।
দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ