ঢাকা সোমবার, মে ২০, ২০২৪
ফরিদপুরে ১৯ জনের মৃত্যু
  • ফরিদপুর প্রতিনিধি
  • ২০২১-০৮-০৮ ০১:৫৪:২০

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের করোনায় ও উপসর্গে ১৯জনের মৃত্যু। গত ২৪ ঘন্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ১৪১নমুনা পরীক্ষার মধ্যে শনাক্ত হয়েছে ৭১জন। আর নেগেটিভ এসেছে ৭০ জনের। এই সময়ে করনায় ও উপসর্গ নিয়ে হাসপাতালে মারা গেছে ১৯ব্যক্তি।

এদিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায ১৯ব্যক্তির মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা শনাক্ত হয়ে ১১জন এবং উপসর্গ নিয়ে আরো ৮জন মারা গেছেন।

সরকারী তথ্য মতে জেলায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৩৫ জনের।

বঙ্গবন্ধু শেখ মুজিব করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হয়েছে ১৮ হাজার ৯৮৮ জন। এদের মধ্যে সুস্থ্য হয়েছে ১৪ হাজার ৩৪৭ জন।

বঙ্গবন্ধু জন্মেছিল বলেই জন্মেছে এ দেশ -হুইপ ইকবালুর রহিম এমপি
অপ্রতিরোধ্য বাজার সিন্ডিকেট: মজুতের শাস্তি আটকে আছে বিধিতে
ডাইফ সেবা সপ্তাহ শুরু আজ
সর্বশেষ সংবাদ