দৃষ্টিনন্দন সুপার মার্কেট ও সড়ক আলোকিত করছে জেলা পরিষদ
- নীলফামারী প্রতিনিধি:
-
২০২৪-০৫-১৯ ১৩:৫২:৪৯
- Print
সাড়ে সতের কোটি টাকা ব্যয়ে দুটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন শুরু করেছে নীলফামারী জেলা পরিষদ।
এরমধ্যে জলঢাকায় ১৬ কোটি টাকা ব্যয়ে তিনতলা বিশিষ্ট জেলা পরিষদ সুপার মার্কেট নির্মাণ এবং দেড় কোটি টাকা ব্যয়ে সড়ক বাতি স্থাপন প্রকল্প রয়েছে। ইতোমধ্যে দুই প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
জেলা পরিষদ সুত্র জানায়, আধুনিক সুযোগ সুবিধা নিয়ে দৃষ্টিনন্দন তিনতলা বিশিষ্ট জলঢাকায় জেলা পরিষদ সুপার মার্কেটটি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
জেলা পরিষদের সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, এই মার্কেটটিতে লিফট ব্যবস্থা, পর্যাপ্ত পার্কিং, দিনের বেলা সুর্যের আলোর ব্যবহারের সুযোগ রয়েছে।
রংপুর বিভাগের মধ্যে এই মার্কেটটির মত আর অন্য একটিও নেই। ৫৯শতাংশ জমির এই মার্কেটে দুই’শ টি দোকান ঘর থাকবে।
এদিকে জেলার গুরুত্বপুর্ন পয়েন্ট এবং ৬০টি ইউনিয়নে সোলার প্যানেলের মাধ্যমে সড়ক বাতি স্থাপন করা হচ্ছে।
দেড় কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটির সুফল ইতোমধ্যে নীলফামারী সদরের ইটাখোলা ও কুন্দপুকুর ইউনিয়নবাসী পেতে শুরু করেছে।
গ্রীণ হাউজ গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্যে নীলফামারী জেলায় সৌর বিদ্যুতায়িত সড়ক বাতি স্থাপন প্রকল্পের আওতায় এই উন্নয়ন কাজ বাস্তবায়িত হচ্ছে।
প্রকল্পটির প্রকল্প পরিচালক ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার জানান, জেলার গুরুত্বপুর্ন বিভিন্ন পয়েন্ট যেসব স্থান অন্ধকারাচ্ছন্ন থাকে ওইসব এলাকায় এই সোলার বাতি স্থাপন হবে এছাড়া ইউনিয়ন পরিষদের আশপাশ এলাকাও প্রকল্পের আওতাভুক্ত থাকবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট এর অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।
জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক জানান, জলঢাকায় সুসজ্জিত ও দৃষ্টিনন্দন মার্কেটটির নির্মাণ কাজ শেষ হলে দুই’শ ব্যবসায়ী ব্যবসা বাণিজ্যের সুযোগ পাবেন। এরফলে অর্থনৈতিক পরিবর্তন ঘটবে তাদের।
এছাড়া জেলার বিভিন্ন স্থানে সোলার বাতি স্থাপনের ফলে তৃণমুলের সড়কগুলো যেমন আলোকিত হবে তেমনি পথচারীদের চলাচল আরো সুবিধা হবে।