সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে শাহজাদপুরের গাড়াদহ ইউনিয়নের তালগাছি আবু ইসাহাক উচ্চ বিদ্যালয় মাঠে যুবদলের এক বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার বিকেলে উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে মধ্যে ১৭ বছর পর যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপি'র প্রধান উপদেষ্টা প্রফেসর ড. এম. এ. মুহিত। তিনি বলেন বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারতো না ইসলামী কোন সভা সমাবেশ করতে পারত না ধর্ষণের বিচার হতো না তারা মানুষের উপর জুলুম নির্যাতন করতো।
বিএনপি চেয়েছিল দেশের সুষ্ঠু নির্বাচন দিয়ে সুষ্ঠু রাজনীতি করার অধিকার জনসাধারণকে ফিরিয়ে দেবার কিন্তু শেখ হাসিনার ক্ষমতার দম্ভে তা করতে দেননি অবশেষে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সাথে পালিয়েছেন তার দুর্নীতিবাজ এমপি-মন্ত্রীরা ।
তিনি আরো বলেন আমরা জনগণের ক্ষমতা জনগণের মাঝে ফিরিয়ে দেবো এবং তাদেরকে সেবা করব আর এটাই হল বিএনপির মূলনীতি । গাড়াদহ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মমিনুল হক হীরার সভাপতিত্বে এবং রফিকুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর ডক্টর এম এ মুহিতের রাজনৈতিক উপদেষ্টা আল মামুন , শাহজাদপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এবং গাড়াদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আব্দুল জব্বার , সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ , পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক নওশাদ , যুবদল নেতা জাহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল মাহমুদ, মিজানুর রহমান মিন্টু , নাদিম হোসেন, জিয়াউল হক প্রমুখ। গাড়াদহ ইউনিয়নের নয়টি ওয়ার্ডের হাজার হাজার নেতা কর্মীদের স্বতঃস্ফূর্তি উপস্থিতিতে জনসভা যেন জনসমুদ্রে পরিণত হয় ।