ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ঝালকাঠির খ্রিস্টান পল্লীতে বড়দিনের উৎসব
  • মো.শাহাদাত হোসেন মনু, ঝালকাঠি
  • ২০২৪-১২-২৫ ০৯:২৯:৩২

২৫ ডিসেম্বর খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে জেলার একমাত্র খ্রিস্টান পল্লী উপজেলার মোল্লারহাট ইউনিয়নের রাজবাড়িয়া গ্রামের খ্রিস্টান পল্লীর পরিবারগুলোতে বইছে উৎসবের আমেজ। রঙিন আলোতে সজ্জিত হয়েছে পুরো খ্রিস্টান পল্লী। নলছিটি উপজেলার রাজবাড়িয়া গ্রামে ৩০টি পরিবার নিয়ে গড়ে উঠেছে জেলার একমাত্র এ খ্রিষ্টান পল্লী। জানা গেছে, দুইশত বছর বা তারও বেশি সময় আগে পর্তুগীজ শাসন আমলে এখানে বসতি স্থাপন করে খ্রিষ্টানরা। সেই থেকে বংশ পরস্পরায় বসতি স্থাপন করে এখানেই থেকে গেছেন অনেকে।


বড়দিনে সরেজমিনে ঘুরে জানা গেছে, বর্তমানে এ পল্লীতে ৩০টি পরিবারের জনসংখ্যা প্রায় ৪০০ জন। বড়দিন অতিথিদের আপ্যায়ন করতে কোন রকমের ত্রুটি না রাখতে ঘরে ঘরে তৈরি হয়েছে রকমারি পিঠাপুলি। পল্লীর সামনে  সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি ও গোসালয়। সব মিলিয়ে বাসিন্দাদের মধ্যে বাড়তি উচ্ছাস লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে পল্লীর একমাত্র গির্জাকে সাজানো হয়েছে দৃষ্টিনদন ঝলমলে আলোকসজ্জায়। গির্জার অভ্যন্তরে দৃষ্টিনন্দন ভাবে ডিসপ্লে করা হয়েছে যিশুখ্রিস্টের প্রতিচ্ছবি। প্রার্থনা করতে আসা পুণ্যার্থীদের নিরাপত্তায় নিযুক্ত আছে বিশেষ ভলানটিয়ার টিম।


বড়দিন উপলক্ষ্যে বুধবার সকাল ১০ টায় শুভেচ্ছা বিনিময় করতে জেলার একমাত্র খ্রিস্ট চার্চে যান ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান, পুলিশ সুপার উজ্জল দাস, সেনাবাহীনির ২২ ব্যাটালিয়ানের মেজর মোস্তফা কামাল, উপজেলা নির্বাহী অফিসার মো.নজরুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। এ সময় চার্চের ফাদারকে সাথে নিয়ে বড়দিনের কেক কাটেন অতিথিরা। পরে অতিথিরা খিস্টান পল্লীর বাসিন্দাদের সাথে কুশল বিনিময় করে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন। এ সময় জেলা প্রশাসক আশরাফুর রহমান খিস্টান পল্লীর বাসিন্দাদের সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।


বড়দিন উৎসব পালনে পল্লীর অন্যতম আয়োজক পলাশ রবিন গোমেজ  জানান, নবরাজ খ্রিস্টকে গ্রহন করত বড়দিনের ৯দিন আগ থেকে পল্লীতে নভেনা খ্রিস্ট্র যোগ বা পাপ স্বীকার পর্ব হয়েছে। সকালে ঘরে ঘরে এবং শিশু বৃদ্ধা সকলের জন্য থাকছে উৎসবের নাস্তা, কেক কাটা এবং অতিথি আপ্যায়ন। বড়দিন উপলক্ষে বিকালে গির্জায় এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উৎসব নিরবিছিন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. আব্দুস ছালাম।

নরসিংদীতে টেক্সটাইল এলসি জালিয়াতি: রাজস্ব ফাঁকির কুচক্রী মহলের অপকর্ম
ইউপি সদস্যসহ ২০ আসামি গ্রেপ্তারের দাবিতে রাজাপুরে মানববন্ধন
নলছিটিতে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত