ঢাকা সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
স্বরূপকাঠিতে কুপিয়ে ৩ জনকে জখম
  • স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা
  • ২০২৪-১২-২২ ০৭:৫৪:৫৫

পুর্ব বিরোধের জেরে স্বরূপকাঠিতে কুপিয়ে পিটিয়ে ৩ জনকে জখম করেছে প্রতিপক্ষরা। গত শুক্রবার বিকেলে সংঘর্ষের এ ঘটনাটি ঘটেছে উপজেলার সোহাগদল ইউনিয়নের একতা বাজারে। সংঘর্ষে সাকিব (৩১),রাকিব (২৪) ও আবদুল্লাহ (১৯) নামে তিন জন গুরুতর আহত হয়। এ ঘটনায় শনিবার বিকেলে সাকিব বাদী হয়ে কালাম হাওলাদার (৫৫),সিফাত হাওলাদার (২৪) ,আসমান হাওলাদার (২৮),রানা হওলাদার(৩০), জামাল হাওলাদার নামীয় সহ ১০/১৫ অজ্ঞাত আসামী দিয়ে থানায় মামলা দায়ের করেন। 

মামলার বিবরণে জানা যায়, ওইদিন বিকেলে আরাফাত রহমান কোকো ক্রিকেট টুর্নামেন্টের খেলা দেখতে আলকিরহাটে যাওয়ার পথে একতাবাজারে পৌছলে কালাম হাওলাদার গংরা চাপাতি লোহার রড়,শাবল দিয়ে সাকিবদের উপর অতর্কিত হামলা চালায়। এতে সাকিব ,রাকিব ও আবদুল্লাহ আহত হয়। গুরুতর আহত সাকিব হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। 

ঐ মারামারি ঘটনায় আসামিদের ফেলে যাওয়া মটর সাইকেল টি পিটিয়ে ভেঙে উত্তেজিত জনতা। মামলার ১ নম্বর  আসামি কালামের নম্বরে যোগাযোগ করলে তার মোবাইল বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি৷ 


নেছারাবাদ থানার ওসি বনি আমিন বলেন, ঐ মারামারির ঘটনায় নেছারাবাদ থানায় একটি মামলা রুজ করা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

আখাউড়ায় রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতা, ঘরবন্দি ৭ পরিবারের নারী-শিশু
  মোবাইল চুরির অপবাদ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা
স্বরূপকাঠিতে কুপিয়ে  ৩ জনকে জখম
সর্বশেষ সংবাদ