ঢাকা রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
নীলফামারীতে গণমাধ্যম সংস্কার বিষয়ক জনমত জরিপ শুরু পহেলা জানুয়ারী
  • নীলফামারী প্রতিনিধি
  • ২০২৪-১২-২২ ০৪:৪৭:১২

গণমাধ্যম সংস্কার বিষয়ে জাতীয় জনমত জরিপ উপলক্ষে নীলফামারীতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক নুরুল ইসলাম। 
সভায় জানানো হয়, আগামী ১জানুয়ারী থেকে ৭জানুয়ারী পর্যন্ত এই জরিপ কার্যক্রম অনুষ্ঠিত হবে। জেলার ৩৬টি এলাকায় ২০টি সাধারণ খানা হতে তথ্য সংগ্রহ করা হবে।

জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক নুরুল ইসলাম জানান, জেলা সম্বয়কারী হিসেবে ১জন, উপজেলা সমন্বয়কারী হিসেবে ১জন এবং তথ্য সংগ্রহকারী হিসেবে ১২জন দায়িত্ব পালন করছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক জ্যোতি বিকাশ চন্দ্র, আব্দুস সামাদ শিকদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন, সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু বকর সাইফুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান এতে উপস্থিত ছিলেন। 

পরিসংখ্যান কার্যালয় সুত্র জানায়, দেশের ২৩০৪টি নমুনা এলাকা থেকে ৪৬হাজার ৮০জনের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হবে জরিপ কার্যক্রমের অংশ হিসেবে।

আখাউড়ায় রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতা, ঘরবন্দি ৭ পরিবারের নারী-শিশু
  মোবাইল চুরির অপবাদ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা
স্বরূপকাঠিতে কুপিয়ে  ৩ জনকে জখম
সর্বশেষ সংবাদ