বান্দরবানবাসীর জন্য “ নাগরিক সেবা ” নামে একটি এ্যাম্বুলেন্স চালু করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান।
রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের রেস্ট হাউস প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ্যাম্বুলেন্সটি উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।
এসময় পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান থানজামা লুসাই বলেন, নতুন এই আধুনিক এ্যাম্বুলেন্সটি চালু হওয়াতে রোগীরা আগের চেয়ে আরো বেশি সুযোগ সুবিধা পাবে। নতুন এই আধুনিক এ্যাম্বুলেন্সটি শীতাতপ নিয়ন্ত্রিত পাশাপাশি অক্সিজেন সেবা এবং নেবুলাইজার মেশিনের যাবতীয় সুযোগ সুবিধা পাবে। তিনি আরো বলেন, সবাইকে জনগনের জন্য একযোগে উন্নয়ন কাজে অংশগ্রহণের জন্য আহবান জানান এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার অনুরোধ করেন।
উদ্বোধন অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মো.আবুল কালাম, সদস্য মো.নাছির উদ্দিন, সদস্য মাধবী মারমা, সদস্য খুরশিদা ইসহাক, সদস্য ম্যাম্যানু, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন সরকারী দফতরের উর্ধতন কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।