ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
"স্বপ্ন" এখন মিরপুর-১ অরবিট আই হাসপাতালের নীচ তলায়
  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৪-১১-৩০ ০৮:০৪:১৫

"স্বপ্ন"র নতুন  আউটলেটের উদ্বোধন করা হয়েছে।  শনিবার (৩০ নভেম্বর) বিকেল ৪.৩০ এ  মিরপুর-১ অরবিট আই হাসপাতালের নীচ তলায় শাহ্ আলীবাগ মেইন রোডে  এই নতুন আউটলেটের উদ্বোধন করা হয়।

 

 উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—স্বপ্ন এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আউটলেট পরিচালনা পর্ষদের কর্তৃপক্ষ এবং এছাড়াও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  

 

স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে গ্রাহকরা স্বপ্নের এ আউটলেট থেকে নিয়মিত বাজারের সুযোগ পাবেন। এছাড়া নতুন এ আউটলেটে থাকছে মাসব্যাপী নানা অফার, নিয়মিত অফার ও হোম ডেলিভারি সেবা।

Utilitarianism (পালংবাদ) মূলত কী?
দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি: উপদেষ্টা আসিফ
সেন্ট মার্টিন দ্বীপে হলো ‘কোস্টাল ক্লিনআপ’