ঢাকা বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪
পরিবর্তিত বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ফলকার টুর্ক
  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৪-১০-৩০ ০৩:০২:২০

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক বলেছেন, পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন।

 বুধবার (৩০ অক্টোবর) পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে সফররত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক।


বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফলকার টুর্ক বলেন, আজকের বৈঠকে বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের মানবাধিকারবিষয়ক নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে মানবাধিকারবিষয়ক হাইকমিশন।

ভলকার টুর্ক ঢাকা সফরের শেষ দিন সেনাপ্রধান, বাণিজ্য উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন।

 
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) দুই দিনের সফরে ঢাকায় আসেন।

বেকার ছিলাম, দায়িত্ব শেষে আবার বেকার হয়ে যাব: আসিফ মাহমুদ
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১১৫৪
পরিবর্তিত বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ফলকার টুর্ক