পুলিশ সাংবাদিক এক সুত্রে গাঁথা। যদিও বা কর্মপরিধি ভিন্ন। তারপরও সম সাময়িক কারণে যাতে পুলিশের সাথে সাংবাদিকদের দুরত্ব সৃষ্টি না হয় সেটা বিবেচনা করে। পুলিশ সাংবাদিকের দুরত্ব কমাতে শীঘ্রই জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সাথে ৭ উপজেলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তাদের নিয়ে একটি ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছেন বান্দরবানের নবাগত পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার।
বুধবার (৩০ অক্টোবর) সকালে পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে একথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন, দেশে প্রেক্ষাপট পরিবর্তনের কারনে সারাদেশের সাথে পাহাড়ী জেলা বান্দরবানেও সম্প্রতি চুরি, ডাকাতি সহ বিভিন্ন অপকর্মের ঘটনার সংবাদ পেয়েছি এবং ব্যবস্থা ও গ্রহণ করা হয়েছে। আমরা আশা করছি দ্রæত সময়ের মধ্যে বান্দরবানে অতীতের যে শান্তি শৃঙ্খলা বজায় ছিলো আগামীতেও সে ধারা অব্যাহত রাখতে পুলিশ সব সময় জনগণের পাশে থেকে কাজ করবে।
এসময় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, প্রেসক্লাবের সভাপতি আমিনুুল ইসলাম বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকিরসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা।