ঢাকা বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪
রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক ৩
  • রূপগঞ্জ ( নারায়ণগঞ্জ) প্রতিবেদক:
  • ২০২৪-১০-৩০ ০৬:৩৯:৫৭

 নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক তিন মাদক সেবনকারীকে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল আলম এ দন্ড প্রদান করেন।

 

দন্ডপ্রাপ্তরা হলেন, রূপগঞ্জ উপজেলার চানপাড়া পুনর্বাসন কেন্দ্র ৬ নং ওয়ার্ডের জামাল হোসেনের ছেলে আরাফাত, ৪ নং ওয়ার্ডের আব্দুর রহিমের ছেলে সুজন মিয়া ও ঢাকার ধামরাই থানার বাড়াালিয়া বাজার এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে আলামিন।

 

রূপগঞ্জ থানার ওসি/তদন্ত জোবায়ের হোসেন জানান, বুধবার ভোরে চনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ওই গাঁজা ও ফেনসিডিলসহ তিন জনকে আটক করে যৌথ বাহিনীর সদস্যরা। পরে তাদের ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রত্যেকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়। দন্ডপ্রাপ্তদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নীলফামারীতে দশদিন ব্যাপী বৃক্ষমেলা শুরু
কালিয়াকৈরে যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল
বান্দরবানে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা