ঢাকা মঙ্গলবার, অক্টোবর ২২, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় টাস্কফোর্স অভিযানে উল্টে গেল ডিমের মূল্য
  • মজিবুর রহমান খান:
  • ২০২৪-১০-২১ ০৭:৩৮:১৫

ব্রাহ্মণবাড়িয়ায় নিত্যপণ্যের বাজারদর নিয়ন্ত্রণে রাখতে অভিযান পরিচালনা করেছে বাণিজ্য মন্ত্রণালয় গঠিত টাস্কফোর্স। গতকাল সোমবার দুপুরে জেলা শহরের ফারুকী বাজার ও জগৎ বাজারে চালানো অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম। এসময় দুইটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।


টাস্কফোর্স সূত্র জানায়, ফারুকী বাজারে ডিমের আড়তদার ইব্রাহিম ট্রেডার্স নিজে পাইকার হয়ে ভূয়া বাউচারের দেখাতে নিজের মালিকানাধীন আরেকটি খুচরা দোকানে ডিম সরবরাহ করতেন। কিন্তু মূল্য জালিয়াতি করে বাড়তি দামে ডিম বিক্রি করছিল গ্রাহকদের কাছে। তার খুচরা দোকানে একটি মূল্য তালিকার সামনে এক রকম মূল্য এবং পেছনে আরেক মূল্য লিখে ঝুলিয়ে রেখেছিলেন। টাস্কফোর্সের অভিযান চলাকালে মুহূর্তেই মূল্য তালিকা বদলে ফেলে দোকানি। এজন্য প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জগৎ বাজারে অভিযান চালিয়ে মেসার্স শাহ আমানত ট্রেডার্স নামে একটি পেঁয়াজ সরবরাহকারী প্রতিষ্ঠানকে ক্রয় রশিদ ছাড়াই মৌখিক ভেবে পেঁয়াজের দাম নির্ধারণের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম জানান, বাজারদর নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন অভিযান চালাচ্ছে টাস্কফোর্স। সরকারি বন্ধের দিনেও এই অভিযান চলবে। এর ফলে শাকসবজিসহ নিত্যপণ্যের দাম অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে।

আখাউড়ায় ছাত্র অধিকারের কর্মসূচিতে হামলার ঘটনায় মামলা, আটক ১
কবি ওমর আলীর ৮৫ তম জন্মদিন পালন করলো উত্তরণ পাবনা ও ইছামতি থিয়েটার
ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পরিচয়ে আইনজীবিকে অপহরণের চেষ্টা
সর্বশেষ সংবাদ