ঢাকা মঙ্গলবার, অক্টোবর ২২, ২০২৪
মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিচারের দাবীতে আদিবাসীসহ এলাকাবাসী’র মানববন্ধন
  • মামুনুর রশিদ:
  • ২০২৪-১০-২১ ০৫:১৩:৩০

দিনাজপুরের পার্বতীপুরে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিচারের দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় আদিবাসীসহ এলাকার ভুক্তভুগিরা। উপজেলার হরিরামপুর ইউনিয়নের শাহ্পাড়া(বারোঘড়িয়া) গ্রামের পাকা রাস্তার উপর আজ রবিবার বেলা ১২টায় এলাকার আদিবাসী সহ প্রায় অর্ধ সহস্রাধিক নারী-পুরুষ এ মানববন্ধনে অংশ গ্রহণ করে। এতে বক্তব্য রাখেন, নিয়ামুল হক, মোঃ আলতাফ হোসেন, ফয়জার রহমান, ফুলবানু টুডু, বুদু সরেন প্রমুখ । 


বক্তারা বলেন, বারোঘড়িয়া আবাসন প্রকল্পে বসবাসকারী মাহাফুজার, রেজানুর, মিজানুর, জাহানুর, মোজাফ্ফর ও শাফিউর দীর্ঘদিন ধরে অত্র এলাকায় মাদক ব্যবসা করে এলাকার পরিবেশ নষ্ট করছে। গরু, ছাগলসহ মানুষের বাড়িতে চুরি ও সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে অন্যের জমি দখল করে এলাকায় ত্রাস সৃষ্টি করেছে। ঝগড়া বিবাদ ও মিথ্যা মামলা মোকদ্দমার সৃষ্টি করছে এবং এলাকায় বসবাসকারী উপজাতিদের (নৃগোষ্ঠি) উপর অন্যায় অত্যাচার করে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তাদের জমি দখলসহ নানাবিধ হয়রানি করছে বলে বক্তারা বলেন। 

 

বক্তারা মাদক ব্যবসা বন্ধসহ অভিযুক্তদেরকে আইনের আওতায় আনতে উপজেলা প্রশাসনসহ পুলিশ প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন পার্বতীপরের কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ গণ ।

আখাউড়ায় ছাত্র অধিকারের কর্মসূচিতে হামলার ঘটনায় মামলা, আটক ১
কবি ওমর আলীর ৮৫ তম জন্মদিন পালন করলো উত্তরণ পাবনা ও ইছামতি থিয়েটার
ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পরিচয়ে আইনজীবিকে অপহরণের চেষ্টা
সর্বশেষ সংবাদ