ঢাকা মঙ্গলবার, অক্টোবর ২২, ২০২৪
কালিয়াকৈরে বেকারীসহ দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা
  • কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি:
  • ২০২৪-১০-২১ ০৯:১৭:০৭

গাজীপুরের কালিয়াকৈরে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি ও বিএসটি আইয়ের অনুমোদন না থাকায় একটি বেকারীসহ দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।  সোমবার দুপুরে উপজেলার কালিয়াকৈর বাজারের অর্চনাষ্টোর  ও লতিফপুর বাজার এলাকায় বিসমিল্লাহ জম জম বেকারীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে  ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেন। ভ্রাম্যমান আদালতের নের্তৃত্ব দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ। 


ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, কালিয়াকৈর সদর বাজার ও লতিফপুর বাজার এলাকায় সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে মাল উৎপাদন,বিএসটিআইয়ের অনুমোদন না থাকা,পন্যের গায়ে উৎপাদনের তারিখ না থাকা এবং পণ্যে সেকারিন মেশানোর অপরাধে লতিফপুর এলাকা  বিসমিল্লাহ জমজম বেকারীকে ৫০ হাজার টাকা এবং অবৈধ ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি, বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় কালিয়াকৈর বাজারের অর্চনা ষ্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভুমি) দিল আফরোজ ওই রায় প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন ভূমি নাজির আতিকুল ইসলাম সহ প্রশাসনের  বিভিন্ন কর্মকর্তারা। 


কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট দিল আফরোজ বলেন, বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায়, মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রি, পণ্যেরগায়ে উৎপাদনের তারিখ না থাকার অভিযোগে একটি বেকারীসহ দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

আখাউড়ায় ছাত্র অধিকারের কর্মসূচিতে হামলার ঘটনায় মামলা, আটক ১
কবি ওমর আলীর ৮৫ তম জন্মদিন পালন করলো উত্তরণ পাবনা ও ইছামতি থিয়েটার
ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পরিচয়ে আইনজীবিকে অপহরণের চেষ্টা
সর্বশেষ সংবাদ