ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
কবি ওমর আলীর ৮৫ তম জন্মদিন পালন করলো উত্তরণ পাবনা ও ইছামতি থিয়েটার
  • পাবনা জেলা প্রতিনিধি :
  • ২০২৪-১০-২১ ০৯:১৯:৫৬

একুশে পদকপ্রাপ্ত,এদেশে শ্যামল রঙ রমনীর সুনাম শুনেছি খ্যাত কবি,কবি ওমর আলী'র ৮৫ তম জন্মদিন উপলক্ষে গত রোববার পাবনা সাংস্কৃতিক চত্ত্বরে সন্ধ্যা ৬ টা থেকে রাত সাড়ে ৮ টা পযর্ন্ত।কবি ওমর আলী কে শ্রদ্ধাভরে স্মরণ শিরোনামে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


 উক্ত অনুষ্ঠানে কবি,ছড়াকার ও চলচ্চিত্রকার দেওয়ান বাদলের সভাপতিত্বে উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি ও সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার যুগ্ম সম্পাদক কবি গীতিকার ও বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয় এর উপস্থাপনায় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর আব্দুদ দাইন সরকার, ইছামতি থিয়েটারের পরিচালক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সাধারণ সম্পাদক ভাস্কর চৌধুরী, কবি এম আব্দুল হালীম বাচ্চু,গণশিল্পী সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এ্যাড মোসফেকা জাহান কনিকা,কবি আদ্যনাথ ঘোষ, উত্তরণ পাবনার সাবেক সাধারণ সম্পাদক কবি ও বাচিকশিল্পী মঞ্জুরুল ইসলাম,মহীয়সী সাহিত্য পাঠচক্র'র সভাপতি কবি ও সংগঠক রেহানা সুলতানা শিল্পী, উত্তরণ পাবনার সাহিত্য সম্পাদক কবি নীলিমা নীল, সহ সাহিত্য সম্পাদক সৈয়দা সোনিয়া খাতুন,প্রচার সম্পাদক মিম ফয়সাল,কবি ও বাচিকশিল্পী সাইফুল কামাল, নাট্যাভিনেতা আমিনুল হক,মোজাম্মেল হোসেন, মোঃ জামাল উদ্দিন, শায়েখ শোয়েব, উত্তরণ পাবনার সদস্য কবি মুহাম্মদ বেলাল হোসেন, গণশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক সীমান্ত আজাদ, কবি শাহরিয়ার হিমেল, মোঃ আঃ বাতেন, মোঃ হাসানুর রেজা প্রমুখ।


অনুষ্ঠানে উপস্থিত অতিথি কবি ওমর আলীর সাহিত্যকর্ম ও জীবনী নিয়ে আলোচনা করেন এবং উপস্থিত কবি ও বাচিকশিল্পী রা কবি ওমর আলীর কবিতা আবৃত্তি ও পাঠ করেন।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী