ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনের ক্লিপ খোলার অভিযোগে আরিফ নামে এক যুবক আটক
- মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
-
২০২৩-১২-২৩ ০৯:০৬:২৫
- Print
ব্রাহ্মণবাড়িয়ায় রেল লাইনের ক্লিপ খোলার অভিযোগে আরিফ (২২) নামে এক যুবকে আটক করেছে আনসার বাহিনীর সদস্যরা। শুক্রবার বিকেলে ঢাকা-চট্রগ্রাম রেলপথের জেলা শহরের পৈরতলা রেল গেইট ব্রিজে থেকে তাকে আটক করা হয়। সে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাটপাড়া গ্রামের আবুল কালামের ছেলে।
জেলা আনসার বাহিনীর কমান্ড্যান্ট মো: ইসমাইল হোসেন জানান, বিকেলে ওই যুবক পৈরতলা গণকবর এলাকার রেল লাইনের প্যাচানো ক্লিপ খুলছিল। এ সময় দায়িত্বরত আনসার বাহিনীর সদস্যরা তাকে দেখে ঘটনাস্থলে গিয়ে আটক করে। পরে তার কাছ থেকে চারটি প্যাচানো ক্লিপ উদ্ধার করে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে তাকে আটক করে নিয়ে যায়।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আসলাম হোসেন জানান, এ ঘটনায় জিআরপি থানায় মামলা হবে।