গাজীপুরের কালিয়াকৈরের বলিয়াদী এলাকায় ফসলি জমি থেকে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে শফিকুল ইলাম নামের এক মাটি ব্যবাসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় জব্ধ করা হয়েছে মাটিকার ৪টি ভেকু। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকীর নের্তত্বে ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়,উপজেলার বলিয়াদী এলাকায় দীর্ঘ দিন ধরে মাটি ব্যবসায়ীরা ফসলী জমি থেকে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কেটে অন্যত্র বিক্রি করছে। মঙ্গলবার বিকেলে অবৈধ মাটিকাটা বন্ধ করতে ওই এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় উপজেলা শেওড়াতলী এলাকার সায়েদ হোসেনের ছেলে শফিকুল ইসলামকে ২লাখ টাকা জরিমানা করা হয়। এসময় মাটি অপর মাটি ব্যবসায়ী পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে জব্ধ করা হয় ৪টি ভেকু কালিয়াকৈর সহকারী কমিশনার(ভুমি) অনিন্দ্য গুহ সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী স্যারের নের্তৃত্বে বলিয়াদী এলাকায় ফসলী জমি থেকে মাটি কাটা বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।