১১০ বোতল ফেন্সিডিলসহ মাজেদুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নীলফামারী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানিক দল।
গতকাল বিকেলে কিশোরগঞ্জ উপজেলার পোড়াকোট এলাকার মাজেদুল ইসলামের বাড়িতে অভিযান চালায় দফতটির পরিদর্শক শফিকুল ইসলামের নেতৃত্বে একটি দল।
অভিযানকালে ১১০ বোতল ফেন্সিডিলসহ বাড়ির মালিক মাজেদুলকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় দফতরটির উপ-পরিদর্শক এনামুল হক বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় একটি মামলা করে গ্রেফতার ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করেন।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী কার্যালয়ের পরিদর্শক শফিকুল ইসলাম জানান, ওই বাড়িতে চিহিৃত মাদক ব্যবসায়ী আরিফুল ইসলাম আরিফও ছিলো কিন্তু অভিযানে বিষয়টি বুঝতে পেয়ে পালিয়ে যায় সে। তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে।