ঝালকাঠির রাজাপুরে পৃথক অভিযানে ধর্ষণ ও অস্ত্রসহ বিভিন্ন মামলায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার সাকরাইল এলাকার মো.পান্নু হাওলাদারের ছেলে অস্ত্র মামলার আসামি মো.পারভেজ হাওলাদার, ছোট কৈবর্তখালী এলাকার মো.ইউনুস হাওলাদারের ছেলে ধর্ষণ মামলার আসামি মো.রবিউল হাওলাদার।
এছাড়াও বিভিন্ন মামলায় ওয়ারেন্টভূক্ত পলাতক আসামিরা হলেন- মো. ইমরান হোসেনের স্ত্রী মোসা.আখি, মৃত সেকেন্দার হাওলাদারের ছেলে মো.ইউনুস হাওলাদার, দক্ষিণ তারাবুনিয়া এলাকার হেমায়েত মীরের ছেলে রিপন মীর, মৃত হাচেন উদ্দিনের ছেলে মো.আব্দুল মজিদ বিশ্বাস, পুটিয়াখালী এলাকার মো.নাসির খানের ছেলে মো. কাওসার খান, মো.জাহাঙ্গির হাওলাদারের ছেলে মো.রুবেল হাওলাদার, কানুনিয়া এলাকার মো.জামাল হাওলাদারের ছেলে মো.হাসিবুল হাসান শান্ত।
রাজাপুর থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আতাউর রহমান জানান, সোমবার দুপুরে গ্রেপ্তারকৃত সকল আসামিদের ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।