ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
উত্তরপত্র সরবরাহকারী প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার
  • মামুনুর রশিদ, পার্বতীপুর (দিনাজপুর)
  • ২০২৩-১২-০৭ ১০:৪৪:২১
দিনাজপুর জেলাসহ রংপুর বিভাগের বিভিন্ন জেলা সদরে শুক্রবার অনুষ্ঠিতব্য প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তরপত্র সরবরাহকারী প্রতারক চক্রদের পরিকল্পনা ফাঁস করে দিল দিনাজপুর জেলা পুলিশ। দিনাজপুর পুলিশ সুপারের নির্দেশে পার্বতীপুর মডেল থানা পুলিশ গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে নতুন বাজারের শিঙ্গার মোড়ের রাস্তা থেকে দুই প্রতারক যুবককে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কিসমত বটতলা, খুটামারা গ্রামের আমির আলী’র পুত্র মোঃ সম্রাট (২৯) ও মোবারক হোসেনের পুত্র মোঃ আবুল কালাম আজাদ(২০)। এই প্রতারক চক্রটি’র অপতৎপরতা সম্পর্কে সর্ব সাধারনকে অবগত করতে আজ বৃহস্পতিবার দুপুরে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত নিজ অফিস কক্ষ্যে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন। এতে উপস্থিত থেকে ঘটনা সম্পর্কে সংবাদিকগনের নিকট ব্রিফিং করেন দিনাজপুর জেলা পুলিশের ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন। তিনি জানান, গ্রেফতারকৃত আসামীদ্বয়সহ অসংখ্য প্রতারক চক্র প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীদের নিকট থেকে বিপুল পরিমানের টাকা হাতিয়ে নিতে সারাদেশে মাকড়সার জালের মত অপরাধ সিন্ডিকেট গড়ে তুলেছে। গ্রেফতারকৃতদের জবানবন্দিতে এসব তথ্য বেরিয়ে আসছে। পুলিশ খুব দ্রæততম সময়ের মধ্যেই অন্যান্য অপরাধীদেরকেও গ্রেফতার করতে সক্ষম হবে। অতিরিক্ত ফুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গ্রেফতারকৃতরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন পরিক্ষার্থীদের সাথে ডিভাইসসহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স সরঞ্জাম বিক্রি ও উত্তরপত্র সরবরাহের চুক্তির বিষয়ে আলাপকালে তাদেরকে গ্রেফতার করে থানার পুলিশ সদস্যগন। পুলিশ তাদেরকে আটকের পর শরীরের বিভিন্ন জায়গায় তল্লাশী চালিয়ে ৯টি মাইক স্পাই এয়ার ফোন ইলেক্ট্রনিক্স ডিভাইসসহ ৫ প্রকারের ইলেক্ট্রনিক্স যন্ত্রপাতি জব্দ করে। তাদের সাথে মাইনুল ইসলাম ও লিখন মিয়া নামের দুই যুবকও ছিল। তারা পলাতক রয়েছে। পার্বতীপুর মডেল থানার অফিসার ইন্ধসঢ়;চার্জ আবুল হাসনাত খান জানান, গ্রেফতারকৃত দুই যুবক ও পলাতকসহ মোট ৪জনের বিরুদ্ধে ৪০৬/৪২০/৫১১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদেরকে দিনাজপুর আদালতে প্রেরন করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর অভিযানে ১০ গ্রাম হেরোইন ও ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-০৩
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর  অভিযানে ৩৪ টি নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেফতার-০১
কুমিল্লায় প্রতিবন্ধী হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড
সর্বশেষ সংবাদ