ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
আ'লীগের প্রার্থীকে একই মঞ্চে নির্বাচন করার আহ্বান স্বতন্ত্র প্রার্থী সবুজের
  • হাসিব খান:
  • ২০২৩-১১-২৯ ০৭:৫৩:১৬

গাজীপুর-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য  ও স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন সবুজ বলেছেন,প্রধানমন্ত্রী আপনাকে দিয়েছেন নৌকা,আমাকে অনুমতি। আসুন আমরা একই মঞ্চে উৎসব মুখর নির্বাচন করি। ভোটারের মাধ্যমে নিজেদের জনপ্রিয়তা যাচাই করি। বুধবার(২৯ নভেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে এসে উপস্থিত নেতাকর্মীদের সামনে এসব কথা বলেন তিনি। এ সময় সবুজ আরও বলেন,পাঁচ বছর সংসদ সদস্য হিসেবে জনগণের খেদমত করেছি, এখন ভোটের মাঠে দেখতে চাই নিজের জনপ্রিয়তা কতটুকু। একই সঙ্গে তিনি বর্হির বিশ্বে অহিংস নির্বাচন দেখতে চাওয়া ও প্রধানমন্ত্রী যখন উৎসবমুখর একটি নির্বাচন দেখতে চান-তখন আপনি(রুমানা আলী টুসি)।

আপনার কথা বলুন, আমি আমার কথা বলি। নিজেকে একজন কৃষকের সন্তান পরিচয় দিয়ে তিনি আরও বলেন, আপনি (রুমানা আলী টুসি) সাবেক প্রয়াত এমপির কন্যা, আসুন না ভোটের মাঠে নিজেদের জনপ্রিয়তা যাচাই করি। 

এ সময় শ্রীপুর উপজেলার পরিষদের সামনে জনসমুদ্রে পরিণত হয়। হাজার হাজার নেতাকর্মী এবং অনুসারীরা উপস্থিত হয়ে ইকবাল হোসেন সবুজকে সমর্থন করার কথা জানান। তিনি হাত নেড়ে উপস্থিত নেতাকর্মীদের অভিবাদন জানান। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগামী নির্বাচনে ভোট প্রার্থনা করেন সবুজ। তিনি মানবিক শ্রীপুর গঠনে গত ৫ বছরের তার উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমি দস্যুতা বন্ধ করা হয়েছে। এদিকে,স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন সবুজের পক্ষে মনোনয়নপত্র জমা দেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক।

উল্লেখ যে,গত ১৫ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ১৬ নভেম্বর থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।

সোনারগাঁও জাদুঘরের বৈশাখীমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি
গাজীপুরে শেখ জামালের ৭১তম জন্মদিন পালন
নরসিংদীতে হিট স্ট্রোকে প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধার
সর্বশেষ সংবাদ