দিনাজপুরে উত্তরাঞ্চলে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ ও পরিবহন খরচ কমাতে ভারতের শিলিগুড়ি থেকে আসা তেলের পাইপ ফুটো তেল চুরির ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ । পাশাপাশি কয়েকটা সংস্থাও এই তেল চুরির ঘটনায় তদন্ত শুরু করেছে ।
আজ শনিবার দুপুরে আটক ব্যাক্তিদেরকে দিনাজপুর আদালতে প্রেরন করে পুলিশ। গতকাল শুক্রবার এই চুরির ঘটনায় মো. জাহাঙ্গীর আলম (২৭), মো. মানিক শাহ (৪৫), মো. নাজমুল হক (৬৫) এবং মো. আমিনুল ইসলাম (৪৮) কে আটক করে পুলিশ ।
চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ফেরুসা ডাঙ্গা কুতুপাড়া ও কুটিপাড়া উত্তর পাশের কৃষি জমিতে ডিজেলের গন্ধ পাওয়া এবং মাটি আলগা অবস্থায় পাওয়া যায় ।
পাইপলাইনটি ভারনের শিলিগুড়ি হয়ে বাংলাদেশের বাংলা বান্ধা হয়ে দিনাজপুরের পার্বতীপুরের পর্যন্ত সংযোগ করা হয়েছে। গত ২৪ তারিখ রাত ৪ টার দিকে রিসিপ্ট টার্মিনাল (আরটি) পার্বতীপুরের ১১৭ কিঃ মিঃ চেইনেজে এলার্ম আসায়। পরে বিষয়টি নিয়ে শিলিগুড়ি মার্কেটিং টার্মিনালের সাথে যোগাযোগ করা হলে তাদের পরামর্শ। চেইনেজের দায়িত্বরত জাহাঙ্গীর আলমকে পাইপলাইনে ১১৭ কিলোমিটারের আশেপাশে চেক করাতে বলা হয়। পরে লাইনম্যান ১১৭ কিলোমিটারের চেইনেজ এর ২০০ মিটারের মধ্যে চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ফের“সাডাঙ্গা কুতুপাড়া ও কুটিপাড়া উত্তর পাশের কৃষি জমিতে ডিজেলের গন্ধ পাওয়া এবং মাটি আলগা অবস্থায় পাওয়া যায়।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ ঘটনার নিশ্চিত করে বলেন, ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশীপ পাইপলাইন (আরটি) পার্বতীপুর এর ম্যানেজার অপারেশন বাদি হয়ে ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশীপ পাইপলাইনের দুইজন লাইন ম্যান, যে জমিনের নিচে পাইপ লিকেজ করা হয়েছে সে জমির মালিক ও পাশের একটি শেচ পাম্প টং ঘর যেখানে মাটি ভেজা পাওয়া গেছে সেই টংঘরের মালিক সহ ৫ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার এ কে এম শরিফুল হক বলেন, ভারতের শিলিগুড়ি থেকে দুইজন টেকনিশিয়ান এসেছেন তারা ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশীপ পাইপলাইনে ছিদ্রটির মেরামতের কাজ করছেন। আজকের মধ্যে কাজ শেষ হবে বলে আশা করছি।