ঢাকা রবিবার, মে ১৯, ২০২৪
নিয়োগ পত্র না দিয়ে সাংবাদিকদের ঠকানো হচ্ছে-বিচারপতি মো. নিজামুল হক নাসিম
  • নূর আলম, নীলফামারী
  • ২০২৩-১১-০২ ০৫:১১:২৮

প্রতিষ্ঠান থেকে নিয়োগ পত্র না দিয়ে সাংবাদিকদের ঠকানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। 

তিনি বলেন, আমরা অনেক সংবাদকর্মীর কাছ থেকে জেনেছি তারা বলেছেন বেতন দেয়া হয় না, বিজ্ঞাপন সংগ্রহ করে ওই বিজ্ঞাপন বিল থেকে শতকরা ৩০ টাকা দেয়া হয়। এটা শেয়ার এক প্রকার ওই ব্যবসা প্রতিষ্ঠানের দালালি করা। এটা সাংবাদিকতা নয়। 

বৃহস্পতিবার দুপুরে নীলফামারী সার্কিট হাউজে ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
এতে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল কুমার কর্মকার। 

জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম এবং স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা তানজির আহমেদ।
 
বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেন, সাংবাদিক হওয়ার জন্য নীতিমালা তৈরি করা হয়েছে। সাংবাদিক হতে হলে নুন্যতম ¯œাতক ডিগ্রীধারী হতে হবে এছাড়াও প্রাতিষ্ঠানিক এবং পেশাদারিত্বের বিভিন্ন বিষয় যাচাই বাছাই শেষে প্রকৃত সাংবাদিককে সনদ প্রদান করা হবে প্রেস কাউন্সিল থেকে। 

কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৫২জন এতে অংশ গ্রহণ করেন। 

দিনাজপুরে টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ
নরসিংদী জেলা জার্নালিস্ট এন্ড রাইটার্স সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নরসিংদীতে দুটি সাংবাদিক সংগঠনের যৌথ উদ্যোগকে আলোচনা  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ