দিনাজপুরের জাহানারা কোল্ড স্টোরেসে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় আলুর দাম উর্ধ্বগতির নিয়ন্ত্রণের সরকার ঘোষিত বাজার মূল্য স্থিতিশীল রাখার জন্য ৪৯৪ বস্তা আলু জব্দ করে।পরে ২৭ টাকা কেজি করে আলু ব্যবসায়ীদের
কাছে বিক্রি করেছে ভ্রাম্যমান আদালত।
আজ বুধবার সকাল ১১ টার দিকে দিনাজপুর সদরের সহকারী কমিশনার ভূমি সাথী দাস এই কোল্ড স্টোরে অভিযান পরিচালনা করেন।
বর্তমান আলুর ঊর্ধ্বগতির নিয়ন্ত্রণের লক্ষ্যে ৪৯৪ বস্তা। প্রতি বস্তায় ৫০ কেজি আলু কোলেস্টোর থেকেই আলু ব্যবসায়ীদের নিকট ২৭ টাকা কেজি দরে বিক্রি করে দেয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের পক্ষে জেলা বিপণন কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, বর্তমানর আলুর বাজার উর্ধ্বগতি থাকার কারণে দিনাজপুরের জাহানারা কোলেস্টরে অভিযান পরিচালনা করা হয় করে ১০ জন আলু ব্যবসায়ীদের নিকট এই ৪৯৪ বস্তা আলু বিক্রি করে দেওয়া হয়েছে। এই আলু বাজারে বিক্রি করলে বর্তমান আলুর ঊর্ধ্বগতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে বলে মনে করেন তিনি।
তিনি আরো বলেন, দিনাজপুর জেলায় ১৩ টি কোল্ড স্টোরেজ আছে। এখন প্রতিদিন নিয়মিত এই কোলেস্টোরে অভিযান পরিচালনা করে আলু বাজারে বিক্রি করে দেওয়া হবে। এই আলু বাজারে অনেকটাই আলুর বাজার নিয়ন্ত্রণে চলে আসবে।