ঢাকা রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
কুড়িগ্রামে ৫কেজি গাঁজা ও অটো উদ্ধারসহ গ্রেফতার ২
  • এম এস সাগর, কুড়িগ্রাম:
  • ২০২৩-১০-৩১ ০৫:০৮:৪২

কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের অভিযানে (৩ অক্টোবর ২০২৩) দুপুর ৪টা ১০মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজীর ধরলা ব্রীজ এলাকা থেকে একটি অটো-ইজিবাইকে বিশেষ কায়দায় ফিটিংকৃত অবস্থায় ৫কেজি গাঁজাসহ কাউনিয়া থানাধীন কুরশা ৬নং ওয়ার্ডের মাদক কারবার আলমগীর হোসেন (২৮) ও পীরগাছা থানাধীন মধুরাম (তেলিপাড়া) ইটাকুমারী ইউপির সোহেল রানা (২৪) দ্বয়কে হাতেনাতে গ্রেফতার করে এবং মাদক পরিবহনে ব্যবহৃত অটো জব্দ করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। গত ২৪ঘন্টার বিভিন্ন অপরাধে ২২জন কে গ্রেফতার করা হয়েছে।

দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ