ঢাকা রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে যুবকের আমৃত্যু কারাদন্ড ও অর্থদন্ড
  • নাজমুল হোসেন, সিরাজগঞ্জ
  • ২০২৩-১০-১৭ ১০:১০:২৪

সিরাজগঞ্জের বেলকুচিতে স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে সাইফুল ইসলাম (৩৫) নামের এক যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। 

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ (২ আদালত) আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম জেলার বেলকুচি উপজেলার বানিয়াগাতী গ্রামের আবুল শেখের ছেলে। অতিরিক্ত দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি জেবুন্নেছা (জেবা রহমান) এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার সূত্রে জানা গেছে, ২০১৪ সালে বেলকুচি উপজেলার বানিয়াগাতী গ্রামের সাইফুল ইসলামের সঙ্গে বিয়ে হয় পাশের শোলাকুড়া গ্রামের সালমা খাতুনের। বিয়ের পর পারিবারিক বিষয় নিয়ে তাঁদের কলহ চলছিল। সাইফুল সালমাকে গালি দিতেন। ২০১৬ সালের ১৬ নভেম্বর রাতে সালমা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। এই সুযোগে সাইফুল সালমার মুখে অ্যাসিড ঢেলে মুখসহ বুকের অংশ ঝলসে দেন। পরে তাঁর চিৎকারে বাড়ির আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় সালমার বাবা ছলেমান ফকির বাদী হয়ে বেলকুচি থানায় মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে আজ আদালত সাইফুল ইসলামকে আমৃত্যু কারাদণ্ড দেন।

দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ