ঢাকা রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
মেঘনা নদীতে আবারো অবৈধ বালু উত্তোলন, ৪ ড্রেজার জব্দ
  • মো. সাফিউল আলম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
  • ২০২৩-১০-১০ ১১:৫২:২৭
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সোমবার (৯ অক্টোবর) বিকেলে মেঘনা নদী থেকে নির্দিষ্ট সীমানা অতিক্রম করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪টি ড্রেজার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার বীরগাঁও ইউনিয়নের বাজারের পাশ থেকে বালু উত্তোলনের সময় ড্রেজারগুলো জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম। তিনি জানান, নবীনগর উপজেলার বীরগাঁও বাজারের পাশে মেঘনা নদী থেকে অবৈধভাবে কয়েকটি চক্র ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিল। খবর পেয়ে আমরা সেখানে যাই। ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়ায় ১) আল আকসা ২) তাবাসুম তায়েবা ৩) শাহপরান ড্রেজার ৪) মেঘনার আলো এই ৪টি ড্রেজার জব্দ করে নিয়ে আসা হয়েছে নবীনগর সদরে। ঘটনাস্থলে ড্রেজারে কোনো মালিকদের পাওয়া যায়নি। তিনি আরও জানান, একটি ডেজার থেকে দেশীয় অস্ত্র এককাইটটা এবং তিন বস্তা ছোট ছোট পাথর পাওয়া যায়। কিছুদিন পূর্বে একই জায়গা থেকে নবীনগরের এসিল্যান্ড অভিযান চালিয়ে ৫টি ড্রেজার জব্দ করেছিলেন। পরে তারা মুচলেকা দিয়ে ড্রেজারগুলো নিয়ে যায়। আজ জব্দ করা ড্রেজারগুলোর মধ্যে দুইটি আগের মুচলেকা দেওয়া ড্রেজারও রয়েছে। যেহেতু তারা মুচলেকা দেওয়ার পরও আবার অবৈধভাবে বালু উত্তোলন করেছে, এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ