ঢাকা মঙ্গলবার, মে ৭, ২০২৪
ঝিনাইদহ জেলা পরিষদ চেয়ারম্যান এম, হারুন অর রশীদের স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির বিরুদ্ধে নির্বাচিত সাত
  • রাজিব হাসান, ঝিনাইদহ
  • ২০২৩-০৯-২০ ০৪:০৪:০৬

ঝিনাইদহ জেলা পরিষদ চেয়ারম্যান এম,হারুন অর রশীদের স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির বিরুদ্ধে নির্বাচিত জেলা পরিষদের সাত সদস্যরা একত্রিত হয়ে সংবাদ সম্নেলন করেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে স্থানীয় প্রেসক্লাবে এ সংবাদ সম্নেলনের আয়োজন করেন নির্বাচিত এ সদস্যরা।

সংবাদ সম্নেলনে চেয়ারম্যান এম হারুন-অর রশিদের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের প্রায় ৫ কোটি টাকা টাকা লোপাট করার অভিযোগ তোলেন।

সংবাদ সম্নেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা পরিষদের অস্থায়ী প্যানেল চেয়ারম্যান মোরাদিম মোস্তাকিম মনির।

তিনি অভিযোগ করে জানান, জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচতি সদস্যদের কোন কিছু না জানিয়ে  মন্ত্রনালয়ের অনুমোদন না নিয়ে মার্কেট নির্মান, গত ২০২২-২৩ অর্থ বছরে এডিপির রাজস্ব থেকে সেলাই মেশিন ক্রয় বাবদ ১৫-২০ লক্ষ টাকা, গরীব মেধাবীদের বাইসাইকেল ক্রয় না করে ১৪ লক্ষ টাকা, জেলা পরিষদের নামাজ ঘর সংষ্কার, ডাকবাংলোর ছাদ সংস্কার, ছাদ বাগান পরিস্কার করা বাবদ ৪০ লক্ষ টাকা,  জেলা পরিষদের মুল্যবান কাঠ পাচার করে ১০ লক্ষ টাকা বিক্রয়, এছাড়াও ফুটবল ক্রয় কম্বল ক্রয়সহ নানা খাতে তিনি প্রায় ৫ কোটি টাকা আত্নস্বাত করেছেন।

তিনি আরও অভিযোগ করেন, চেয়ারম্যান তার একক সিদ্ধান্তে কোন সদস্যদের রেজুলেশন ও মিটিং না করে তার নিজের এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তা অর্জুন বাবুকে দিয়ে জেলা পরিষদে বসিয়ে সকল অনৈতিক কাজ করে চলেছেন।

তিনি জেলা পরিষদের যশোর- ঝিনাইদহ সড়কের ৫টি গ্রুপের টেন্ডারে ২৫লক্ষ টাকা দুর্নীতি করেছেন। তাছাড়া মন্ত্রনালয়ের নির্দেশ উপক্ষো করে খাল ও পুকুর একক সিদ্ধান্তে ইজারা প্রদান করেছেন।

তার এই অনিয়ম দুর্ণীতি স্বেচ্ছাচারিতার প্রতিবাদে গত তিনদিন আগে ১৭ সেপ্টেম্বরে নির্বাচিত সাত সদস্য আনাস্থা প্রস্তাব এনে মন্ত্রনালয়ে একটি চিঠি পাঠিয়েছেন। এই দুর্নীতিবাজ চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবন্থা নেওয়ার দাবি জানান তারা।

এ সংবাদ সম্নেলনে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের ১ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য অনিতা বিশ্বাস, ২ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য আনোয়ারা খাতুন, ২ নং ওয়ার্ডের সাধারণ সদস্য আলাউদ্দিন, ৪নং ওয়ার্ডের সাধারন সদস্য জসিম উদ্দিন সেলিম, ৫নং ওয়ার্ডের সাধারণ সদস্য রাজিবুল কবির ও ৬ নং ওয়ার্ডের সদস্য মোঃ লিটন।  

এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান এম-হারুণ অর রশিদ জানান, আমার বিরুদ্ধে যে সকল সদস্যরা সংবাদ সম্নেলন করেছে তা সত্য নয়। আমি জেলা পরিষদের কোন অর্থ লোপাট করেনি। তাদের স্বার্থের কারনে এ সংবাদ সম্নেলন করেছে।

দিনাজপুরে জমকালো আয়োজনে আইইবি’র ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী
আগামীকাল দিনাজপুরের তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ
দিনাজপুরে শুরু হয়েছে, ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪
সর্বশেষ সংবাদ