ঢাকা মঙ্গলবার, মে ৭, ২০২৪
খাবার হোটেলের আড়ালে মাদক ব্যবসা, দুই ভাই গ্রেফতার
  • নূর আলম, নীলফামারী
  • ২০২৩-০৮-২৭ ০৫:৫২:২১

নীলফামারীর ডোমারে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সর্ম্পকে তারা আপন ভাই। খাবার হোটেলের আড়ালে তারা মাদক বিক্রি করতো। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন ডোমারের পুর্ব চিকনমাটি ভাটিয়াপাড়া এলাকার আব্দুর রশিদ(৫৮) ও ওসমান গনি(৫০)। তারা একই এলাকার মৃত. তোফাজ্জল হোসেন সন্তান।  

এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হলে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠায় ডোমার পুলিশ।
 
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় হেরোইন বিক্রির সময় ছোট রাউতা জোড়পাখুরী এলাকায় তাদের হাতে নাতে গ্রেফতার করা হয়। এ সময় দু’জনের কাছ থেকে নয় গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। 

ডোমার থানার অফিসার ইনচার্জ(ওসি) মাহমুদ উন নবী জানান, গ্রেফতার দুই ভাই ডোমার বাসস্ট্যান্ড এলাকায় খাবার হোটেলের আড়ালে মাদক বিক্রি করতো। 

আব্দুর রশিদের বিরুদ্ধে দশটি এবং গনির বিরুদ্ধে পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে বিজ্ঞ আদালতে।

জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর অভিযানে ১০ গ্রাম হেরোইন ও ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-০৩
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর  অভিযানে ৩৪ টি নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেফতার-০১
কুমিল্লায় প্রতিবন্ধী হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড
সর্বশেষ সংবাদ