ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
নতুন বউয়ের খোয়া যাওয়া ফোন উদ্ধার করলো কাপাসিয়া থানা পুলিশ
  • হাসিব খান
  • ২০২৩-০৭-৩০ ০৬:১৮:৫৯

প্রযুক্তির সাহায্য নিয়ে খোয়া যাওয়ার এক মাস পর মোবাইল উদ্ধার করেছে গাজীপুর  জেলার কাপাসিয়া  থানা পুলিশ। বৃহস্পতিবার  (২৭ জুলাই) ওই মোবাইলটি উদ্ধার করেন তদন্ত কর্মকর্তা উপ পুলিশ পরিদর্শক(এসআই) কবির আল মামুন।

পুলিশ জানায়, গত ২৮ জুন সন্ধ্যায় কাপাসিয়া বাজারে শপিং করতে যায় খোদাদিয়া এলাকার মো:নাঈম এবং তার সদ্য বিবাহিত স্ত্রী। শপিং করতে যেয়ে ভুলবশত হাতে থাকা ব্যাগটি হারিয়ে যায়। ব্যাগের ভেতরে একটি রিয়েলমি ফোন ছিলো। পরে এ বিষয়ে নাঈম কাপাসিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

সাধারণ ডায়েরির  তদন্ত কর্মকর্তা এসআই কবির আল মামুন মোবাইলটির আইএমই নাম্বার দিয়ে প্রযুক্তির মাধ্যমে মোবাইল ব্যবহারকারী নরসিংদী জেলার মনোহরদী এলাকার এক রাজমিস্ত্রীর কাছ থেকে ফোনটি উদ্ধার করে। ঐ রাজমিস্ত্রী অল্প টাকায় একজনের কাছ থেকে ফোনটি কিনেছিলেন।

এদিকে খোয়া যাওয়ার একমাস পর ফোন ফিরে পেয়ে কাপাসিয়া থানা পুলিশকে কৃতজ্ঞতা ধন্যবাদ সহ পুলিশের এমন সেবায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঐ নারী।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এইচ.এম লুৎফুল কবীর বলেন,আগের চাইতে বর্তমানে পুলিশ বাহিনী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দ্রুত সময়ে অনেক বিষয়ে সফলতা পেয়েছে। জিডির তদন্ত কর্মকর্তা এ পর্যন্ত একশোরও বেশি মোবাইল ফোন উদ্ধার করেছেন।

সোনারগাঁও জাদুঘরের বৈশাখীমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি
গাজীপুরে শেখ জামালের ৭১তম জন্মদিন পালন
নরসিংদীতে হিট স্ট্রোকে প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধার
সর্বশেষ সংবাদ