ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায়, তাসনিয়া লামিয়া (৩) নামে এক কন্যাশিশু নিহত হয়েছে
  • আলমগীর কবীর হৃদয়, পাবনা
  • ২০২৩-০৭-০২ ০৮:০২:৩০

সড়ক দুর্ঘটনায় নিহত কন্যাশিশুর মা সাথি খাতুন (৩০) ও ভ্যান চালকসহ আরও ৩ যাত্রী আহত হয়েছেন।

২ জুলাই রবিবার দুপুরে ঈশ্বরদীর মুলাডুলি আখ ফার্ম ফটক সংলগ্ন দাশুড়িয়া-বনপাড়া মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত লামিয়া ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের শেখপাড়ার সুমন আলীর কন্যা।
পাকশী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিষ কুমার স্যানাল জানান, ঘটনার সময় নিহত শিশুটি মায়ের সঙ্গে ব্যাটারি চালিত ভ্যানে করে মুলাডুলি থেকে দাশুড়িয়া যাচ্ছিল। ঘটনাস্থলে দাশুড়িয়া থেকে মুলাডুলি অভিমুখী দ্রুতগামী একটি প্রাইভেট কারের সংঘর্ষ হয়। এতে ভ্যানযাত্রী মায়ের কোল থেকে শিশুটি রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

আহত সাথি খাতুনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ভ্যান ও প্রাইভেট কারের চালকের খোঁজ পাওয়া যায়নি।

ওসি আরও জানান, নিহত শিশুর লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার ও ভ্যান জব্দ করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। এবিষয়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।

দিনাজপুরে জমকালো আয়োজনে আইইবি’র ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী
আগামীকাল দিনাজপুরের তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ
দিনাজপুরে শুরু হয়েছে, ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪
সর্বশেষ সংবাদ