রাজশাহীতে আমের প্যাকেটে অভিনব কায়দায় ফেনসিডিল পাচারের সময় এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তার কাছ থেকে ১৮২ বোতল ফেনসিডিল, ১টি মোবাইল ফোন ও একটি সিম কার্ড উদ্ধার করা হয়।
বুধবার (৭ জুন) দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের সিসাতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এদিন সন্ধ্যায় র্যাব-৫ অধিনায়ক লেফটেন্যান্ট রিয়াজ শাহরিয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেফতার মাদক কারাবারির নাম—শামীম আহমেদ (২০)। তিনি রাজশাহীর পুঠিয়া পৌরসভার তারাপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে।
র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে, চারঘাট উপজেলার সিসাতলা থেকে বানেশ্বর বাজারের দিকে চার্জার ভ্যানে এক ব্যক্তি যাত্রীবেশে একটি সাদা রঙয়ের বস্তার ভেতর আমের কার্টুনের মধ্যে ফেনসিডিল নিয়ে আসছে।
খবর পেয়ে বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে চারঘাট উপজেলার সিসাতলা বাজারে পৌঁছামাত্র র্যাবের উপস্থিতি টের পেয়ে ভ্যানের সামনে বাম পাশে বসে থাকা যাত্রীবেশে এক ব্যক্তি নেমে পালানোর চেষ্টা করে। এসময় তাকে ঘটনাস্থলেই ১টি প্লাস্টিকের বস্তাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। তার কাছে থাকা বস্তা থেকে ১৮২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
এ ঘটনায় চারঘাট থানায় আসামির বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।